আমাদের কথা খুঁজে নিন

   

বনলতা সেন... (নোয়াখালী version)



হাজার বছরেত্তুন আই হঁতে আঁডিয়ের দুইন্নাইর হঁতে, সিংহল দরিয়াত্তুন রাইচ্চার আন্ধারে মালয় সাগরে ম্যালা ঘুইচ্ছি আঁই; বিম্বিসার অশোকের মাডিয়া দুইন্নাইত হিয়েনে আছিলাম আঁই; আরা দূর আন্ধারে বিদর্ভ নগরে; আঁই বেচাইন হরাণ এক, চাইরোমুই জীবনের দরিয়া সফেন, আঁরে এক মাধান শান্তি দিছিল মাইজদীর বনলতা সেন। হেতির চুল কনসমের আন্ধার বিদিশার নিশা, হেতির খোমা শ্রাবস্তীর নকশা-নগুনা; ম্যালা দূর দরিয়ার 'হর হাল ভাঙি যেই মাঝি হারাইছে দিশা কোচ্চা খ্যারের দেশ যান হেতি চোকে দ্যায় দারচিনি-দ্বীপের ভিতরে, হেরকুম দেইকছি হেতিরে আন্ধারে; হেতি কইছে, 'এত দিন কোনায় আছিলেন?' হইকের বাসার মতন চোক উডাই মাইজদীর বনলতা সেন। হারা দিনের হরে খোয়ার আবাজের মতন হাইঞ্জ আইয়ে; ডোঁয়ার রইদের বাস মুছি হালায় কুরবা; দুইন্নাইর ব্যাক রঙ হান্ডুলিপি করে আয়োজন ত'ন কিচ্ছার লায় জুনি হোকের রঙে ঝিলমিল; ব্যাক হইক ঘরে আইয়ে-ব্যাক নদী-হুরায় এ-জীবনের ব্যাক লেনদেন; থায় খালি আন্ধার, মুয়ামুই বইবার বনলতা সেন।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।