আমার কিছু কথা ছিলো কিছু দুঃখ ছিলো.......আমার কিছু তুমি ছিলো তোমার কাছে !
প্রিয় মানুষটা আমার............
চিঠিটা কি করে , কিভাবে কি লিখে শুরু করবো জানি না!
অনেক কান্না পাচ্ছে... কাঁদতে পারছি না...
অবশ্য কাল রাতে চোখ বন্ধ করে শুয়ে শুয়ে গান শুনছিলাম... তখন টের পেলাম টপটপ করে জল গড়াচ্ছে!!
ভীষণ মিস করি...কিন্তু বলতে চাই না। বলবো না কখনো, এমনই একটা মন করে রেখেছিলাম। পারলাম না জানো! আজ বলতে এলাম...
আজ কি করবো জানো?
কাঁদবো অনেক...
কেঁদে কেঁদেই লিখবো ...
তুমি পড়বে না... জেনেও লিখবো
আজ অনেক কেঁদে নিজেকে মুক্ত করবো বলেই...লিখতে বশেছি...
তোমার সময় নেই...একটুও নেই।
আমার জন্যে অবশ্য কারো সময় কখনোই ছিল না। আমিই বসে ছিলাম... অপেক্ষা করে করে... এখন অপেক্ষা করে করে হয়ে গেছি দুঃখবতী মেয়ে!
দুঃখ যেনও গায়ের একটা আবরন হয়ে গেছে ...!
একটা খোলস,চাইলেই খুলে ফেলতে পারি না...ঝেরে খসাতে পারি না!
কেমন আছো ??
অনেক ভালো ? হয়তো অনেক ভালো।
আচ্ছা ফেবুতে এলে কি একবার আমার প্রোফাইলে ঘুরে যাও? আমি তোমার পুরনো মেসেজ গুলো পড়ি। প্রতিদিন পড়ি। বারবার পড়ি। পড়ি ,ওসব পুরনো হয়...আবার পড়ি,এরপর সেসব আবার নতুন হয়ে যায়...!
ভালোবাসার অপর নামটা কি যেনো?
দুঃখ ...না অপেক্ষা ...নাকি অবহেলা?
নাকি পালিয়ে যাওয়া ??
জানি না ...
হতে পারে, ভালোবাসার অপর নাম জেনেও দূরে সরিয়ে রাখা ...
রাখো... সরিয়ে রাখো...সড়ে থাকো...
ভালো থাকো ...
অভিযোগ নেই...কেবল বুক ভরা অভিমান...অনেক অনেক অভিমান...অনেক বেশি অভিমান জমে আছে...
আমার অনেক ইচ্ছে... তুমি গিটারে টুং টাং করবে ...আমি গাইবো ... হাল্কা শীতের রাত্রি... জোছনায় জগত ভাসবে... তুমি আমার পাশে বসে গীটার এ কর্ড তুল্বে... অনেক ঠাণ্ডায় তোমার হাত হটাত জমে গেলে আমার গালে লাগাবে... আমার ভালোবাসায় তা আবার সজিব হয়ে উঠবে...উঠবে না বলো????
জানি কোন উত্তর তোমার কাছে নেই...
আমার কাছেও নেই...
আমি অনেক অসহায়...
নিজের কাছে...
তোমার অবহেলার কাছে
আর পাগলাটে বোকা ভালোবাসার কাছে যার কোন মূল্য নেই...
মূল্য নেই... !
আমি চাই, খুব দ্রুত যেনও মৃত্যু হয় আমার...
খুব দ্রুত ...
তোমার মঙ্গল কামনা করি...
ভালো থাকো... সর্বদা... সতত...
______________________________________
(চোখের পানি কিবোর্ড ছুঁয়ে দিলো... তুমি সফল হয়েছ আমার প্রিয় মানুষ... তোমাকে অভিনন্দন!!!!!)
১। ১২।
২০১৩
''তিতি''
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।