আমাদের কথা খুঁজে নিন

   

স্বরচিত কবিতা২

আমি দুয়ার খুলে বের হয়ে জোছনা ধরতে যাই। আমার হাত ভরতি চাঁদের আলো ধরতে গেলে নাই!

আজ সারারাত হাঁটব আমি একা শুধু একা, সঙ্গী হবে একরাশ নিঃসঙ্গতা। ফুলার রোড এর খালি রাস্তায়, টি এস সি এর ধারে, আকাশ গলা জোছনা দেখব, একা শুধু একা, বুক পকেটে নিয়ে এক ঝাঁক নিঃসঙ্গতা। চারুকলার ফুটপাথ ধরে হাঁটব আমি, একা শুধু একা, আমাকে সঙ্গ দিবে- আমারই নিঃসঙ্গতা। রাস্তার ধারে নিয়ন আলোর ভুতুড়ে খেলা দেখব আমি, একা শুধু একা, মনের ভেতর নিয়ে- অজস্র নিঃসঙ্গতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।