এমন দিনে কথা তোলা যায় এমন দিনে তারে বলা যায় এমন ঘনঘোর কুয়াশায় এমন দিনে মন খোলা যায়- এমন শিশির ঝরে শীতের মর্মরে দিন কেটে যায় আশায় আশায় আজি ভার্চুয়াল ভালোবাসায় সে কথা শুনিবে না কেহ আর ব্যাপক শব্দ চারিধার দূরে বসে দুজনে এসএমএস ও ফোনে রবীন্দ্রসঙ্গীতে রাত পার জগতে কিছু যেন নাহি আর অফিস, ফ্যামিলি ফেক সব ফেক এ জীবনের কলরব কেবল নেটে বসে মজে আছি রসে কি-বোর্ডে টিপে হৃদি অনুভব বাজারে মিশে গেছে আর সব তাহাতে এ জগতে ক্ষতি কার নামাতে পারি যদি মাথা ভার দুকথা বলি যদি যমুনার কাছে, আসে যাবে কী বা কার? যে কথা এ জীবনে নাচিছে ক্ষণে ক্ষণে সে কথা আজি যেন যমুনাকে বলা যায় এমন মেয়ে মেয়ে কুয়াশায় এমন ঘন-ভোর কুয়াশায় এমন ঘনঘোর কুয়াশায় এমন দিনে তারে ভোলা যায়? ................................ (স্বরচিত রবীন্দ্রসঙ্গীত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।