আমাদের কথা খুঁজে নিন

   

কেউ কি সঠিকভাবে বলতে পারবেন Life Time Warranty বলতে কি বুঝায় !

আর দশ জনের সাথে মিলিয়ে চলতে চেষ্টা করি, চেষ্টা করি অমঙ্গলমকে হারিয়ে দিতে,নিজের দ্বায়িত্ব নিজ থেকে পালন করতে ।
যেহেতু কম্পিউটার ব্যাবহার করি, তাই নানা সময় নানা পার্টস কেনা লাগে। যার ওয়ারেন্টি হয় নিম্নরুপ : ১* কোনই Warranty থাকে না । ২* নির্দিষ্ট সময়ের ওয়ারেন্টি থাকে । যেমন , (১,২,৩,৪,৫ বছর) ইত্যাদি মেয়াদের ওয়ারেন্টি।

৩* Lifetime Warranty আপাতত, আমি এই তিন প্রকারই জানি তবে, গুগল সার্চ করে আরও কয়েক প্রকার দেখলাম। লিংক এখানে তবে বাংলাদেরশের প্রেক্ষিতে সব গুলোর সংজ্ঞা এক না'ও হতে পারে। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে Life Time Warranty বলতে আসলে প্রডাক্ট লাইফটাইম বোঝায় কিনা ! অর্থাৎ আমি যে পন্যটা আজ কিনবো সেটা যদি এক মাসের মধ্যেই মার্কেটে বিক্রয় বন্ধ হয়ে যায় বা শেষ হয়ে যায় তবে একমাসই আমার ওয়ারেন্টি আর ১০ বছর থাকলে ১০ বছরই ওয়ারেন্টি ? নাকি বিষয়টা আলাদা। দয়া করে এ বিষয়ে নিশ্চিত জানা থাকলে ব্যাপারটি খুলে বলুন । যেমন পেনড্রাইভ এর ওয়ারেন্ট আজকাল লাইফ টাইম দেয় ... সকলকে ধন্যবাদ।

দেশের অবস্থা নিয়ে টেনশনে আছি।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.