সঠিকভাবে দাঁত না মাজলে বা ব্রাশ না করলে ক্যান্সারে ভুগে অকালমৃত্যুর আশঙ্কা বাড়ে বলে গবেষকরা জানিয়েছেন। তারা দেখতে পেয়েছেন, যাদের দাঁতে মাত্রাতিরিক্ত প্ল্যাক জমেছে ক্যান্সারে ভুগে তাদের তুলনামূলকভাবে ১৩ বছর আগে মৃত্যুর আশংকা আছে। গবেষকরা বলছেন, যাদের মাড়ি ও দাঁতে বেশি ব্যাকটেরিয়া থাকে তাদের অকাল মৃত্যুর আশংকা বেশি থাকে।গবেষকরা আরো দেখতে পেয়েছেন, প্রতি পাঁচজন ক্যান্সার রোগীর মধ্যে একজনের ক্ষেত্রে সংক্রমণ এবং প্রদাহ ভূমিকা রাখছে। দাঁতে প্ল্যাক জমে মাড়িতে যেসব অসুখ-বিসুখ দেখা দেয় ক্যান্সার হওয়ার সঙ্গে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।ফলে ক্যান্সার প্রতিরোধে আমাদের দাঁত মাজার ব্যাপারে খুবই সতর্ক হতে হবে। কারণ দাঁতের সংগে আতের সম্পর্ক। তাই ক্যান্সার প্রতিরোধে আমাদের প্রত্যেকের সন্তানদেরকে এবং নিজেরা যেন সচেষ্ট হই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।