ক্লিন'স অল্টারনেটিভ ওয়ার্ল্ড আজ কেবল নয়াদিগন্তে খবরটি দেখলাম। অন্য পত্রিকায় লিংক পাই নি। কেউ পেলে শেয়ার করবেন।
খবর অনুযায়ী সিলেটের বেশ কিছু ভূমি ভারতকে আপস রফার মাধ্যমে ছেড়ে দিচ্ছে সরকার। হয়তো বৃহৎ প্রতিবেশীর দাবীর কাছে নতি স্বীকার করা অবধারিত।
কিন্তু সবকিছু স্বচ্ছতার সাথেই হওয়া উচিত।
আমাদের জানার অধিকার আছে কোন অংশটুকু আমাদের নয়। যেন ভুল করে ওই অংশে গিয়ে বিএসএফের গুলির শিকার না হই।
জৈন্তাপুর সীমান্তের খনিজ নিয়ে ভারতের একটা লোভ আছে। সেই লোভের কাছে আমাদের পরাজয় এমন কিছু না।
আর আমাদের সীমান্তরক্ষী বাহিনী বলতেও কিছু নেই এখন। সবকিছু ভালোয় ভালোয় হলেই ভালো। কী দরকার অযথা হাঙামার।
আর আমাদের পাঠ্যবইগুলোতেও দেশের এই সংকুচিত আয়তনের তথ্য দেয়া উচিত। সাথে দুটো মানচিত্র সংযোজিত করলেও ভালো হয়।
- একটা এই সরকার আসার আগের, আরেকটা এই সরকার আসার পরের।
ক্লিন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।