আমাদের কথা খুঁজে নিন

   

সালাহউদ্দিনের গ্রামের বাড়িতে পুলিশের তল্লাশি

রুহুল কবির রিজভী গ্রেপ্তার হওয়ার পর দলের মুখপাত্রের দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের কক্সবাজারের গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

শনিবার বেলা ১১টার দিকে পেকুয়া থানা পুলিশের একটি দল সাবেক সংসদ সদস্য ও যোগাযোগ প্রতিমন্ত্রীর বাড়িতে যায় বলে তার পরিবারিক সূত্রে জানা যায়। পেকুয়া থানার এএসআই কামালের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স এ অভিযান চালায়। সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বর্তমানে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য।

জানা যায়, বেলা ১১টার দিকে একদল পুলিশ সাঈদ মঞ্জিলে (বাড়ির নাম) আসে।

বাড়ির ভেতরে ঘোরাফেরা করে আবার চলে যায়। বাড়িতে তখন সালাহউদ্দিনের কয়েকজন আত্মীয়-স্বজন ছিলেন। পুলিশ কাউকে আটক করেনি। দলীয় নেতা-কর্মীরা জানান, থানা পুলিশ কোন প্রকার অভিযোগ ছাড়াই নেতা-কর্মীদের মাঝে আতঙ্ক ছড়াতে এ অভিযান চালিয়েছে। অভিযানের পর পরই স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।