আমাদের কথা খুঁজে নিন

   

অজ্ঞাত স্থান থেকে সালাহউদ্দিনের ভিডিও বার্তা

চলমান সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানজনকভাবে পদত্যাগের আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে অজ্ঞাত স্থান থেকে কয়েকটি টেলিভিশনে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, দমন-পীড়ন, হত্যা-নির্যাতন এবং মামলা-হামলা চলমান আন্দোলনকে আরও বেগবান করবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘এখনও সময় আছে, সরকারকে আহবান জানাব গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের মুক্তি দিন। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করুন। নির্দলীয় সরকারের দাবি মেনে নিন।


প্রসঙ্গত, দলের যুগত্ম মহসচিব রিজভী আহমেদ গ্রেপ্তারের পর সালাহউদ্দিন আহমদকে দপ্তর ও দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়। গতকাল দুপুরের পর থেকে তাঁকে আর পাওয়া যায়নি। শনিবার কেন্দ্রীয় কার্যালয়েও যাননি।
রিজভীর অনুপস্থিতিতে দপ্তরের দায়িত্ব পাওয়া সালাহউদ্দিন গতকাল শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে দলের বক্তব্য গণমাধ্যমে তুলে ধরেন। আজ নয়াপল্টনে না গেলেও টেলিভিশনের জন্য বক্তব্য রেকর্ড করে সংবাদমাধ্যমে পাঠানো হয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.