আমাদের কথা খুঁজে নিন

   

আবুল হোসেনকে মনোনয়ন না দেওয়ায় গণপদত্যাগ

পদ্মা সেতু কেলেঙ্গারীর কারণে মন্ত্রীত্ব হারানো সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে মাদারীপুর-৩ (সদর ও কালকিনি) আসনে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কালকিনি উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতারা পদত্যাগ করেছেন।
আজ রোববার এক জরুরী সভা ডেকে রাতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একযোগে পদত্যাগ করেন।

দলীয় সূত্রে জানা যায়, সৈয়দ আবুল হোসেনকে বাদ দিয়ে আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে কালকিনি উপজেলা আওয়ামী লীগ আজ সন্ধ্যায় জরুরী সভা ডাকে। এতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ,  যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পদত্যাগ করেন। নেতারা একে একে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পদত্যাগপত্র জমা দেন।

পরে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩২ জন পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র নিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ সদস্যবিশিষ্ট একটি দল আজ রাত ১০টার দিকে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়ার উদ্দেশে কালকিনি থেকে রওয়ানা দেন।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকি প্রথম আলো ডটকমকে বলেন, ‘মাদারীপুর-৩ আসনের বর্তমান সাংসদকে মনোনয়ন না দেওয়ায় আমরা পদত্যাগ করেছি। প্রধানমন্ত্রীর কাছে যাব। প্রধানমন্ত্রী মনোনয়ন পরিবর্তন না করলে আমাদের পদত্যাগপত্র দিয়ে আসব।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.