আমাদের কথা খুঁজে নিন

   

আঙ্কল টমস কেবিন – হ্যারিয়েট বিচার স্টো



দাস প্রথার বিরুদ্ধে লেখা এমন একটি বই যা, পাল্টে দিয়েছিলো আমেরিকার ইতিহাস। প্রকাশিত হয় ১৮৫২ সালে, যা তৎকালীন গৃহযুদ্ধের মূল ভিত্তি হিসেবে কাজ করেছিলো। এই উপন্যাসটিতে মুক্তির গান গাওয়া ‘আঙ্কেল টম’ নামক এক কষ্টসহিষ্ণু নিগ্রো ক্রীতদাসের কথা বলা হয়েছে। এছাড়াও ‘হ্যারিয়েট’ এই সংবেদনশীল উপন্যাসটির মাধ্যমে ক্রীতদাস প্রথার বাস্তব চিত্রটি তুলে ধরেছেন এবং বোঝাতে চেয়েছেন, মানুষের প্রতি মানুষের প্রকৃত ভালবাসায় রয়েছে এমন এক শক্তি যা, দাসত্বের মতো ধ্বংসাত্মক যেকোনো শক্তিকে পরাস্ত করতে পারে। Uncle Tom’s Cabin- ছিলো ১৯-শতকের সেরা বেষ্ট-সেলিং উপন্যাস।

যেটা সে সময় বাইবেলের পরে সবচেয়ে বেশি বিক্রি হয়। প্রথম বছর বইটির ৩০০,০০০ কপি যুক্তরাষ্ট্রে বিক্রি হয় এবং এক মিলিয়ন কপি বিক্রি হয় গ্রেট ব্রিটেনে। ১৮৫৫ সালে তিন বছর পর উপন্যাসটি আবার প্রকাশিত হবার পর এটাকে “সর্বকালের সবচেয়ে জনপ্রিয় উপন্যাস” ঘোষণা করা হয়েছিলো। আঙ্কেল টম মূলত এক নিগ্রো কৃতদাস যে স্বপ্ন দেখে ভেদাভেদহীন সুন্দর পৃথিবীর। যে পৃথিবীতে সবাই সমান।

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে মুক্তির গান গেয়ে যায় এবং এক সময় সাদা চামড়ার নিষ্ঠুর মালিকের অমানবিক অত্যাচারে মারা যায়। সমাজের প্রভাবশালী ব্যাক্তিরা ‘আঙ্কেল টমস কেবিন’ নামক বইটিকে বিভিন্নভাবে কটাক্ষ করে। ব্যাঙ্গাত্বক বই ও বের করে। তবে, এভাবে বন্ধ করা যায়নি এর প্রচার। শতাব্দির পর শতাব্দি ধরে বইটি সকল মানুষের ন্যায্য অধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর সাহস যুগিয়ে গেছে।

বইটি কিনতে ক্লিক করুনঃ ঢাকা বুক বাজার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।