প্রায় ৫ বছর পর মঙ্গলবার এই বন্ডের নিলাম অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ব্যাংকে।
বাংলাদেশ ব্যাংক এই বন্ডের মাধ্যমে ওই দিন ৩০০ কোটি টাকা সংগ্রহ করতে চেয়েছিলো। ৩৩টি প্রতিষ্ঠান নিলামে অংশ নেয়। প্রতিষ্ঠানগুলোর পক্ষে ১১৮০ কোটি ১০ লাখ টাকার চাহিদাপত্র পড়েছে নিলামে।
প্রতিষ্ঠানগুলো কুপন রেট দিয়েছে সর্বনিম্ন ১০ দশমিক ৮০ শতাংশ থেকে সর্বোচ্চ ১১ দশমিক ৬০ শতাংশের মধ্যে।
নিলামের ফলাফল থেকে এই তথ্য জানা গেছে।
এরমধ্য থেকে বাংলাদেশ ব্যাংক ১০ দশমিক ৮০ শতাংশ থেকে ১০ দশমিক ৯০ শতাংশে ৩০০ কোটি টাকা নিয়েছে। যদিও এই সুদ হারের মধ্যে ৪০০ কোটি টাকার বিড ছিলো।
বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা মনে করছেন, স্বল্প মেয়াদি বন্ডে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ব্যাপক চাহিদা রয়েছে। সরকার যদি ১ ও ৩ বছর মেয়াদি বন্ডও চালু করে সেগুলোও সমান চাহিদায় গ্রাহকরা নেবে।
কারণ হিসেবে তারা বলেন, বর্তমানে কলমানি রেট গড়ে ৮ শতাংশের মধ্যে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পর্যাপ্ত তারল্য রয়েছে। যে কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বল্প মেয়াদি বন্ডে বিনিয়োগ করতে চাচ্ছে।
এক বছর মেয়াদি ট্রেজারি বিলের কুপন রেট (সুদ হার) ১০ দশমিক ৩৫ শতাংশ এবং ৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের কুপন রেট ১১ দশমিক ৭০ শতাংশ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।