"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran) ১/ বাংলা সিনেমা খোঁজ দ্যা সার্চ এর নায়ক অনন্ত বাস্তবে তার বিয়ের পর হেলিকপ্টারে চড়ে শ্বশুরবাড়ি গিয়েছিল এবং এটা পত্রিকায় নিউজ হয়। এ খবর পড়ে আমার এক বন্ধুর গার্লফ্রেন্ড তাকে ফোন করে বলল,“অনন্তের প্রেম তুমি দাও আমাকে!” বন্ধু বলল,“ অনন্ত প্রেম তোমাকে দিতে পারি কিন্তু “অনন্তের প্রেম” তোমাকে দেয়া সম্ভব নয়!” বান্ধবী বলল,“ কী বললে? সম্ভব নয়? তাহলে তুমি নতুন গার্লফ্রেন্ড খোঁজ দ্যা সার্চ শুরু করে দাও!!” ২/ খোঁজ দ্যা সার্চ এর পর আমরা দেখলাম দ্যা স্পীড। মি. অনন্ত সাহেব এবার “ব্রেক ডাউন” হলে ভাল হয়! ৩/ এখনকার ইয়াং জেনারেশান বেশ অনেকদিন ধরেই “জটিল” জ্বরে আক্রান্ত ছিল। সে জ্বর ভাল হতে না হতেই অস্থিরতায় (অস্থির) আক্রান্ত হয়েছে!!! ৪/ আমি কথাবার্তায় খুব একটা দক্ষ না! তবে “লেখাবার্তায়” আমার কিছু দক্ষতা আছে! ৫/ ভূত FM এ হবে কেন? এটাতো AM বা PM এ হবার কথা! ৭/ তিনজাতি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ দল হারারের উদ্দেশ্যে “হারিয়ে” গেছে! তবে খেলা শুরু হবার পর হারারেতেই ওদের আবার খুঁজে পাওয়া গেছে! ৮/ ভালবাসা হল শেয়ার বাজারের মত। যখন বাড়তে থাকে তখন নিয়ন্ত্রণ করা কঠিন! আর যখন কমে যায় তখন মূহুর্তেই ধস! তবু ভালবাসা আর শেয়ারবাজার কখনো মরে না! ৯/ মীরাক্কেল কখন বেশি হাস্যকর দেখায়? - উপস্থাপক মীর যখন কোন সিরিয়াস বিষয়ের অবতারণা করে দীর্ঘ বক্তৃতা দেয়। যেমন- এপিসোড উৎসর্গ করে বাসের হেল্পারদের, হোটেলের ওয়েটারদের যাদের মীরাক্কেল দেখারই কোন সুযোগ নেই! ---------------------- ফেসবুকে একটা পেজ খুলেছি সুমন সালেহী’স ট্রেজারি অফ হিউমার (SSTH13) নামে। ভাল লাগলে লাইক করুন http://www.facebook.com/SSTH13
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।