আমাদের কথা খুঁজে নিন

   

পদ্ম ঝিলের শামুক

সাদা মনের সাদা কথা বলি

পদ্ম ঝিলের শামুক তুমি , সেই ঝিলে আমি মাছ ধরি । মাছ ধরা নয়ত আমার পেশা , মাছ না খেলে যায় না আমার বেলা । জাল ফেললাম ঘোলা পানিতে , পদ্ম গুলো তাতে যায় দুমড়িয়ে । টেনে তুললাম জাল পানি থেকে পদ্ম পাতার মাঝে ... ওমা ... একটি মাছ ও নেই ... কাঁদার মধ্যে তুমি চুপ্টি মেরে কাঁদছ বসে আনমনে রাগ করে পদ্ম পাতায় দিলাম লাঠির বাড়ি লুকাতে আর পারলে না তুমি মাছ ভেবে আমি খপ্টি মেরে আমি ধরলাম তোমায় রেগে গেলাম আবার , একি ?? শামুক আমার হাতে ! ছুরে মারতে গেলাম পানিতে না , ছুরে মারলে পানিতে উঠবি তুই আবার আমার জালেতে । গুজে নিলাম তোকে আমার কোমরে জাল ফেললাম আবার ঘোলা জলে কিছুই নেই , আবার ও কিছুই নেই আবার ... আবার ...আবার ... কিছুই নেই জালে পেলাম না আজ আর কিছুই পদ্ম ঝিলের পানিতে ফিরে নিজের বাড়িতে , ফাঁকা ধামা হাতে নিয়ে । গামছা মাথায় দিয়ে , বসে পড়লাম বাড়ির উঠানে , উহ !! মাজাটা মোচর দিল কেন ? শামুক ? গেলাম আবার রেগে , শুকিয়ে মারব তোকে পন করলাম মনে মনে , গুজে রাখলাম খরের ছাউনিতে । এর পরে ? মাছ ধরতে যায়নি আর কখনো পদ্ম ঝিলের জলে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।