আমাদের কথা খুঁজে নিন

   

শেখ রাসেলকে হারিয়ে সেমিতে বিজেএমসি

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেষ কোয়ার্টার-ফাইনালে ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময় ২-২ গোলে ড্র থাকার পর খেলা গড়ায় ট্রাইবেকারে। টাইব্রেকারের সাডেন ডেথে বিজেএমসি ৫-৪ গোলে জিতেছে।
টাইব্রেকারের প্রথম পাঁচটি করে প্রচেষ্ঠায় ছিল ৪-৪ গোলের সমতা। পরে সাডেন ডেথে বিজেএমসিকে জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন নাইজেরীয় মিডফিল্ডার উচে ফেলিক্স। ম্যাচের নির্ধারিত সময়ে দুইবার এগিয়ে গিয়েও অগ্রগামিতা ধরে রাখতে না পারা খেসারত দিয়েছে শেখ রাসেল।

অতিরিক্ত সময়ে একটি পেনাল্টি পেয়েও গোল করতে পায়নি গতবারের চ্যাম্পিয়নরা।
ম্যাচের ২২ মিনিটে আত্মঘাতি গোলে এগিয়ে গিয়েছিল রাসেল। মিডফিল্ডার শাকিল আহমেদের ক্রসে স্ট্রাইকার মিঠুন চৌধুরীর হেড বিজেএমসি ডিফেন্ডার সাইফুল ইসলাম বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন।
৩০ মিনিটে বিজেএমসি সমতা ফেরায়। শেখ রাসেলের ডিফেন্ডার রজনী কান্ত বর্মণ গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরাকে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

পেনাল্টি থেকে গোল করেন ক্যামেরুনের ডিফেন্ডার জিন জুলেস ইকাঙ্গা।
৪৮ মিনিটে শেখ রাসেল এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ হাতছাড়া করে। বক্সের বাইরে থেকে ফ্রান্সের মিডফিল্ডার মেক্সিম এরিক রজারের চমৎকার ফ্রি-কিক ক্রসবার ঘেষে বাইরে চলে যায়।
৫৭ মিনিটে পেনাল্টি থেকে শেখ রাসেলকে আবার এগিয়ে দেন উরুগুয়ের মিডফিল্ডার ফ্রান্সিসকো ইউসুকার। বিজেএমসি ডিফেন্ডার আরিফুল ইসলাম শেখ রাসেলে রাজারকে ফেলে দিলে রেফারি এই পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন।


৭৩ মিনিটে আত্মঘাতি গোলে আবার খেলা সমতা নিয়ে আসে বিজেএমসি। মিডফিল্ডার আব্দুল্লাহ পারভেজের কর্নারে জটলা থেকে শেখ রাসেলের মরোক্কান ডিফেন্ডার মোহাম্মদ আমিনি নিজেদের জালে বল জড়ান।
অতিরিক্ত সময়ের ১৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন বিজেএমসির ডিফেন্ডার ইকাঙ্গা। শেখ রাসেল ডিফেন্ডার ফজলে রাব্বি বিজেএমসির বানগুরাকে বক্সের ভেতরে ফেলে দিলে রেফারি মিজানুর রহমান পেনাল্টির নির্দেশ দিয়েছিলেন। কিন্তু ইকাঙ্গার পেনাল্টি শট ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।


টাইব্রেকারে বিজেএমসির পক্ষে গোল করেন নাইজেরীয় মিডফিল্ডার স্যামসন ইলিয়াসু, গিনির স্ট্রাইকার ইসমাইল বানগুরা, ফয়সাল আহমেদ, ক্যামেরুনের ডিফেন্ডার জিন জুলেস ইকাঙ্গা ও নাইজেরীয় মিডফিল্ডার উচে ফেলিক্স। আর গোল করতে ব্যর্থ হন সাইফুল ইসলাম।
টাইব্রেকারে শেখ রাসেলের পক্ষে গোল করেন ফ্রান্সের মিডফিল্ডার মেক্সিম এরিক রাজার, উরুগুয়েন মিডফিল্ডার ফ্রান্সিসকো ইউসুকার, মরোক্কান ডিফেন্ডার মোহাম্মদ আমিনি ও মিঠুন চৌধুরী। আর গোল করতে ব্যর্থ হন শাকিল আহমেদ ও রেজাউল করিম।
সেমিফাইনালে বিজেএমসির প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।