আমাদের কথা খুঁজে নিন

   

কভার্ড ভ্যানে হাতবোমা, চালক নিহত

বিরোধীদলের ১৩১ ঘণ্টার অবরোধের তৃতীয় দিন সোমবার রাত পৌনে ২টার দিকে বন্দরনগরীর ইপিজেড থানাধীন সি মেনস হোস্টেল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাহবুব আলমের (২৩) বাড়ি ভোলার চরফ্যাশনে। তার বাবার নাম মো. নুরুন্নবী। ইপিজেড থানার এস আই আলমগীর হোসেন জানান, অবরোধকারীরা কভার্ড ভ্যান লক্ষ্য করে হাতবোমা ছুড়লে মাহবুব দ্রুত চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কভার্ড ভ্যানটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাহবুবের লাশ চট্টগ্রাম মেডিকেলে রাখা হয়েছে বলে এসআই আলমগীর জানান। এদিকে রাত ২টার দিকে হাতবোমায় আহত দুই গার্মেন্ট কর্মীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরা হলেন- সুমন কুমার দাস (৩৮) ও মোহাম্মদ মিজান (২০)।
ইপিজেড থানাধীন সি মেনস ক্রসিং এলাকাতেই হাতবোমা বিস্ফোরণে তারা আহত হন বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।