আমাদের কথা খুঁজে নিন

   

কভার্ড ভ্যান চাপায় শ্রমিকের মৃত্যু

শনিবার দুপুরে বন্দরের এনসিটি ইয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মো. জাহাঙ্গীর কামাল (৪৫) হালিশহর হাউজিং এস্টেটের আনন্দ বাজার এলাকার মো. আব্দুল হাকিমের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. আশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনসিটি ইয়ার্ডে কভার্ড ভ্যানটি পার্ক করার সময় পেছন থেকে ধাক্কা দিলে আহত হন জাহাঙ্গীর ।
গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলে জানান কনস্টেবল আশিকুর রহমান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।