আমাদের কথা খুঁজে নিন

   

ব্যতিক্রমি প্রচারে ফাহমি গোলন্দাজ

বিগত ২০০১ সালে নৌকায় ভোট দেওয়ার অপরাধে গফরগাঁওয়ে হাজার-হাজার আওয়ামীলীগ নেতা-কর্মী ও সমর্থকদের ওপর জোট-জামায়াত সন্ত্রাসীরা নির্যাতন করে।

নজিরবিহীন নির্যাতন দেখতে সেই সময়ে এখানে ছুটে এসেছিলেন ততকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব নির্যাতিত দলীয় নেতা-কর্মী  ও সর্মথকদের সঙ্গে নিয়ে ভিন্নরকম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন টানা তিনবারের সাবেক এমপি প্রয়াত আলতাফ হোসেন গোলন্দাজের পুত্র, তরুণ আওয়ামীলীগ নেতা ফাহমি গোলন্দাজ বাবেল। তার এই ভিন্ন প্রচারণা অনেকের দৃষ্টি আকর্ষণ করে।

বিএনপির সন্ত্রাসীদের হাতে ২০০১ সালে নির্যাতিত আওয়ামীলীগের নেতা-কর্মী  ও সমর্থকরা বিচার না পাওয়ায় এবার নতুন করে দেখতে শুরু করেছেন আশার আলো।

আজ দুপুরে সালটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ অফিস উদ্ধোধন অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্যে ফাহমি গোলন্দাজ বাবেল বলেন, 'আমি নির্যাতিত আওয়ামীলীগের নেতা-কর্মী  ও সমর্থকদের সাথে নিয়ে সব লোভ, হিংসা ও দুর্নীতির উর্ধে থেকে নিরাভরণ থাকবো। অতীতে আমার বাবা যেভাবে এই মাটির মানুষদের সাথে ছিলেন, আমিও এভাবে আপনাদের কল্যাণে গফরগাঁওয়ের উন্নয়নে কাজ করে যাব।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমীর হোসেন, আব্দুল হামিদ মুনসুর, মোস্তফা কামাল মনি, আতাউর রহমান, তারিকুল ইসলাম রিয়েল, ইকবাল হোসেন সুমন, মাজহারুল এহসান মুরাদ, আওরঙ্গ হেলাল, রাসেল মাহমুদ অপু, আশরাফুল ইসলাম আপেল, ফেরদৌস প্রমুখ। বিকেলে পৌর শহরে ফাহমি গোলন্দাজ বাবেল যোগ দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আলাল আহম্মেদের আয়োজনে মতবিনিময় অনুষ্ঠানে। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।