একজন সাধারণ মানুষ যে সব সময় সাধারনই থাকতে চায়
আজ আমার শোনা এবং দেখা তিনটি ব্যাতিক্রমি ঘটনা বলল। ঘটনা গুলো অন্য কেউ এর আগে দেখে বা শুনে থাকতে পারেন। তারপরেও এগুলো আমার কাছে ব্যতিক্রমি এবং মজাদার মনে হয়েছে বলে আমার জবানিত্বেই লিখছি।
প্রথমে একটি মেয়ের কথা বলি। যে আমাদের মাধ্যমিক সহপাঠী ছিল।
ওর কথার কারনে আমাদের ক্লাসের দুষ্ট থেকে ভাল সব রকমের ছেলে মেয়ে ওকে ভয় করে চলত। ক্লাসে নুতন এক ছেলে ভর্তি হয়ে আমাদের প্ররোচনায় ওকে একদিন গিয়ে বলল-একা নাকি।
ওর সুন্দর জবাব। একা নয় সেন্ডেলও আছে ।
ঢাকা গলি গুলোর সম্বন্ধে আমাদের কম বেশি সবারই ধারনা আছে।
একদিন অফিস শেষে বাসায় গলি দিয়ে ঢুকার সময় দেখলাম দুইপাশেই রিক্সার বিশাল জাম। কারন রাস্তার মাঝখানে এক বিশিষ্ট ভদ্র লোক গাড়ি থামিয়ে তার খুব প্রয়োজনীয় কথা বলছে প্রায় ঘন্টা ঘানিক যাবত। লোকজন সবাই চিল্লাপাল্লা করছে তিনি কোন কথায় শুনছেন না। এমন সময় আমার পিছনের রিক্সা থেকে একটি হিম হপ টাইপের ছেলে " সালারে আজ মজা দেখাবো" বলতে বলতে নেমে গিয়ে একদম ভদ্র লোকের গাড়ির ভিতরে প্রসাব করে একাকার করে দিল। ভদ্র লোক রেগে মেগে ছেলেটিকে যা তা গালি দি্চ্ছে আর বলতে এটা কোন প্রসাব করার জায়গা হলো।
ছেলেটির উত্তর, এটা যদি তোমার গাড়ি থামিয়ে মোবাইলে কথা বলার জায়গা হয় তবে এটা আমার প্রসাব করাও জায়গা।
শেষ ঘটনাটি মতিঝিলে। একদিন কিছু লোক একটা ছিনতাই কারীকে ধরে খুব মারপিট করছিল। কিছুক্ষণ পড়ে দেখলাম লোকজন ছিনতাইকারীকে ফেলে দিয়ে বিভিন্ন দিকে দোড়াচ্ছে আর বার বার আকাশের দিকে তাকাচ্ছে। প্রথমে মনে করেছিলাম ছিনতাই কারী মনে হয় পিস্তল বের করছে তাই লোকজন তাকে ছেড়ে এভাবে দৗড়াচ্ছে।
আসলে মুল ঘটনা হলো ছিনতাইকারী নিজের পাছায় হাত দিয়ে পায়খানা করে উপরের দিকে ছূড়ে মেরেছে তাই লোকজন আকাশে দিকে তাকাচ্ছে আর দৌড়াচ্ছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।