আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ার যে কোন স্থান থেকে আপনার মোবাইল এর এস.এম.এস দেখুন, পাঠান এবং ফোন করুন, ফোন রিসিভ করুন, এবং আপনার কাছে আসা এস.এম.এস গুলো অটোমেটিক আপনার মেইলে চলে যাবে।

শিরনাম দেখেই নিশ্চই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আর একটি কথা এই বিষয় নিয়ে টেকটিউনস এ টিউন আছে কিনা আমি তা জানি না। যদি থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
১. মনে করুন আপনি বাসায় মোবাইলটি রেখে গেলেন এখন আপনার জরুলী এস.এম.এস/ ফোন আসতে পারে সে গুলো ত দেখার কোন সুযোগ নাই। তাই না? কারণ আপনি ফোন থেকে অনেক দুরে আছেন।

২. এই সমস্যার সমাধান করে দিচ্ছে  http://www.mysms.com/  প্রথমে এই সাইচে গিয়ে দুইটি জিনিস করতে হবে। আপনার মোবাইল অনুসারে (এন্ডয়েড, আইফোন, ইত্যাদি) মোবাইল এর জন্য Apps Download করবেন। এবং আপনার কম্পউটারের জন্য অপারেটিং সিস্টেম অনুসারে (Windows Xp, Windows 7, Mac) Software download করবেন। তবে ভাল হয় যদি কম্পিউটারের জন্য প্রথম সফটওয়ারটি ডাউনলোড করে Next, Next করে সেট দিলেই আপনার ফোন নাম্বার চাওয়া হবে। আপনি আপনার নাম্বারটি দিবেন।



৩. আপনার মোবাইলে চলে আসবে একটি এস.এম.এস সেখান থেকেই আপনি পাবেন মোবাইল এর জন্য Apps download করার লিংক। আর আপনি চাইলে সরাসরি প্লে-স্টোর থেকেই ডাউনলোড করতে পারেন। লিংক: https://play.google.com/store/apps/details?id=com.mysms.android.sms
৪. আর এই সব গুলো এই পর্যন্ত আসা পর্যন্ত আপনার মোবাইল এবং কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকা দরকার সেটি নিশ্চই বুঝতে পেরেছেন।
৫. মোবাইলে যে Apps টি ইনস্টল করবেন সেটির সেটিং অপশানে গেলেই আপনি পেয়ে যাবেন কি কি কাজ দুরবর্তী স্থান অথাৎ আপনি অনলাইন এর মাধ্যমে আপনি সুযোগ সুবিধা পাবেন তা নিধারণ করতে হবে। যেমন।

কল-লগ দেখা, ফোন রিসিভ করা, মেইল, ড্রপবক্স, গুগুল ড্রাইভে এস.এম.এস যাবে কি না। এই গুলো।
৬. আপনি এখন https://app.mysms.com যান, আপনার যে নাম্বারটি দিয়েছিলেন এবং পাসওয়াড দিয়েছিলেন কম্পিউটারের সফটওয়ার সেটআপদেওয়ার সময় সেটি দিন। যদি না দিয়ে থাকেন তা হলে নতুন করে Sign up করে নিন।

৭. এখন আপনার মোবাইলটি যেখানেই থাকুক না কেন যদি ইন্টারনেট কানেক্ট থাকে তা হলে সেটিকে আপনি ব্যবহার করতে পারবেন।

যেমন : (আপনার মোবাইল এর এস.এম.এস দেখুন, পাঠান এবং ফোন করুন, ফোন রিসিভ করুন, এবং আপনার কাছে আসা এস.এম.এস গুলো অটোমেটিক আপনার মেইলে চলে যাবে। )

৮. আর যদি আপনার মোবাইলে ইন্টারনেট কানেক্সন না থাকে অথবা বন্ধ অবস্থায় থাকে তাহেলে সর্বশেষে যে লগিং করেছিলেন সেই অনুসারে এস.এম.এস. / কল -লগ/ আর কন্টাক নাম্বার গুলো দেখতে পারবেন।
যাই হক একটু চেষ্টা করুণ কাজে লাগার মইত একটি জিনিস। আমি নিজে ব্যবহার করে সকল কিছু টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম যদি কেউ সমস্যায় পরেন অবশ্যই আওয়াজ দিবেন।
ফেইসবুক এ আমি: https://www.facebook.com/Mehedi6060 mehedi4475@gmail.com বানান ভুলের জন্য ক্ষমা চাচ্ছি।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।