রাসেল.নেট এর ব্লগে আপনাকে স্বাগতম। আস-সালামু-আলাইকুম। সবাই ভালো আছেন তো? আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম।
আজ আপনাদের একটা মজার বিষয় জানাব। হয়তো অনেকেই এই বিষয়ে জানেন।
তাই যারা জানেন না তাদের জন্য জানােবা। । আমিও কিছুদিন আগে জানতাম না।
দোকানে বার বার যেয়ে মোবাইল এ ব্যালেন্স রিচার্জ এর দিন শেষ। এখন থেকে ঘরে বসে যেকোনো সময় যেকোনো পরিমান রিচার্জ করুন যেকোনো নম্বর এ।
আপনার মোবাইল ব্যাংক একাউন্ট mCash থেকে মোবাইল এর ব্যালেন্স রিচার্জ করুন কোনো প্রকার চার্জ ছাড়াই।
ব্যালেন্স রিচার্জ পদ্ধতি আপনারা নিজে নিজেই বুঝতে পারবেন।
যাদের mCash নেই তাদের জন্য নিচে বিস্তারিত:
২৭ ডিসেম্বর থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশে mCash (এম ক্যাশ) মোবাইল ব্যাংকিং সেবা চালু করছে। জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে এ খবর নিশ্চিত করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ।
গ্রাহককে অধিকতর সুবিধা দিতে এম ক্যাশ সেবা সার্ভিস চালু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সেবা সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোঃ আবুল কাসেম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি গভর্নর মোঃ আবুল কাসেম বলেন, বর্তমানে দেশের ২৪ শতাংশ মানুষ ব্যাংকিং সেবার আওতায় এসেছে। ৬০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। এ দেশের ১৬ কোটি মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনার জন্য বাংলাদেশ ব্যাংক কাজ করছে। এজন্যই মোবাইল ব্যাংকিং সেবা প্রসারিত করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি ইসলামী ব্যাংক নিজস্ব সফটওয়ারের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা চালু করায় অভিনন্দন জানান। তিনি বলেন, আমি আশা করি ইসলামী ব্যাংক শীঘ্রই এদেশে মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে প্রথম স্থান দখল করবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাসগুপ্ত অসীম কুমার, নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ইসকান্দার আলী খান।
অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক মমিনুল ইসলাম পাটোয়ারী, অধ্যাপক নজরুল ইসলাম, আব্দুস সালাম এফসিএ, এফসিএস, হুমায়ুন বখতিয়ার, এসিপিএ, এফসিএ উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবুল বাশার এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন রবি আজিয়াতা লিমিটেডের সিএফও মাহতাব উদ্দিন আহমেদ।
এ সময় ব্যাংকের ও রবি আজিয়াতার উর্ধতন নির্বাহীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ ইসকান্দার আলী খান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আমরা এ দেশের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনতে চাই।
এজন্য যারা ব্যাংকিং সেবার বাইরে আছে তাদের এম ক্যাশ-এর মাধ্যমে সহজেই ব্যাংকিং সেবা প্রদান করা যাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে ইসলামী ব্যাংক অল্প সময়ের মধ্যেই মোবাইল ব্যাংকিং ও তার শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে পারবে।
এম ক্যাশ-এর সুবিধা সমুহঃ
দিনে ২৪ ঘন্টা, সপ্তাহে ৭ দিন ও ৩৬৫ দিন ব্যাংকিং সুবিধা
শাখাবিহীন ব্যাংকিং সুবিধা
দেশের যেকোন স্থান হতে ব্যাংকিং সেবা গ্রহন সম্ভব
বিদেশ হতে অল্প সময়ে সরাসরি মোবাইল একাউন্টে অর্থ প্রেরণ
ব্যাংকিং সুবিধা বঞ্চিতদের জন্য ব্যাংকিং সুবিধা গ্রহনের ব্যবস্থা
সর্বাধিক ও অধিকতর নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা
প্রায় সকল কার্যক্রমে ব্যাংক লেনদেনের সুযোগ সৃস্টি করা
এম ক্যাশ-এর সেবা সমুহঃ
স্বল্প সময়ে গ্রাহকের একাউন্ট খোলা
বিদেশ হতে অর্থ প্রেরণ ও গ্রহণ
নগদ টাকা জমা
নগদ টাকা উত্তোলন
এক একাউন্ট হতে অন্য একাউন্টে অর্থ স্থানান্তর
একাউন্টের ব্যালান্স জানা
বেতন/ভাতা প্রেরণ ও গ্রহণ
মোবাইল টপ-আপ (রিচার্জ)
পণ্য ক্রয়-বিক্রয়
যেকোন মোবাইল ফোন ও সিম ব্যবহার করে এই সুবিধা গ্রহণ
শুধুমাত্র ২০ টাকা জমা দিয়েই একাউন্ট খোলা যায়
ব্যাংকের অন্যান্য একাউন্টের সাথে লেনদেনের (জমা, উত্তোলণ, হস্তান্তর) ব্যবস্থা
এম ক্যাশ-এর একাউন্ট খোলা ও লেনদেনঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মনোনীত যেকোন এজেন্ট, ব্যাংকের যেকোন শাখা এবং এম ক্যাশ চুক্তিবদ্ধ মোবাইল ফোন কোম্পানী কর্তৃক মনোনীত যেকোন এজেন্ট এর কাছে একাউন্ট খোলা ও লেনদেন করা যাবে।
এজেন্টের কাছে খোলার ফরম পাওয়া যাবে।
এই একাউন্ট খোলার ফরম পূরণ করে ২০ টাকা জমা দিয়ে একাউন্ট খোলা যাবে।
এম ক্যাশ-এ একাউন্ট খোলার জন্য যা লাগবেঃ
১ কপি পাসপোর্ট সাইজের ছবি
জাতীয় পরিচয় পত্র/ নাগরিক সনদ পত্র/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্ট এর ফটোকপি
এজেন্ট/ কর্মকর্তা গ্রাহকের তথ্যাবলীর মাধ্যমে গ্রাহকের মোবাইল একাউন্ট খুলবেন এবং গ্রাহকের মোবাইলে সাথে সাথে একটি SMS যাবে।
গ্রাহকের মোবাইল নাম্বারটির সাথে একটি Cheek ডিজিট যুক্ত হয়ে মোট ১২ সংখ্যার একটি মোবাইল একাউন্ট হবে।
এরপর গ্রাহকের মোবাইল ফোনে একটি ফোন আসবে এবং গ্রাহককে গোপন ৪ ডিজিটের PIN দিতে বলবে।
গ্রাহক তার নিজসব চার ডিজিটের
PIN দিবেন এবং এই PIN ই পরবর্তীতে তার লেনদেনের জন্য গোপন PIN হিসেবে কাজ করবে। এই অবস্থায় গ্রাহক তার মোবাইল
একাউন্টে টাকা জমা দিতে পারবে।
এম ক্যাশ-এ মোবাইল একাউন্টে লেনদেনের সীমাঃ
দৈনিক জমা : সর্ব্বোচ্চ ৫ বার
দৈনিক উত্তোলন : সর্ব্বোচ্চ ৫ বার
দৈনিক অর্থ স্থানান্তর : সর্ব্বোচ্চ ১০ বার
দৈনিক জমার পরিমাণ : ৫০-২৫,০০০ টাকা
দৈনিক উত্তোলণের পরিমাণ : ৫০-২৫,০০০ টাকা
দৈনিক স্থানান্তরের পরিমাণ : ১০-৫,০০০ টাকা
মাসিক মোট জমা : সর্ব্বোচ্চ ৩০ বার
মাসিক মোট উত্তোলন : সর্ব্বোচ্চ ১৫ বার
মাসিক মোট অর্থ স্থানান্তর : সর্ব্বোচ্চ ১০০ বার
মাসিক জমার পরিমাণ : ৩,০০,০০০ টাকা
মাসিক উত্তোলণের পরিমাণ : ১,৫০,০০০ টাকা
মাসিক স্থানান্তরের পরিমাণ : ১,০০,০০০ টাকা
মোবাইল একাউন্টে লেনদেনের সার্ভিস চার্জঃ
একাউন্ট খোলাঃ ফ্রি
বৈদেশিক অর্থ জমাঃ ফ্রি
বেতন ভাতা গ্রহনঃ ফ্রি
মোবাইল টপ-আপ (রিচার্জ)- ফ্রি
একাউন্ট ব্যালান্স চেকঃ ফ্রি
অর্থ জমাঃ ফ্রি
অর্থ উত্তোলনঃ ১০-১০০০ টাকা পর্যন্ত ১০ টাকা ১০০১-২৫,০০০ টাকা পর্যন্ত ১% হারে
মার্চেন্ট পেমেন্টঃ ফ্রি
ভালো লাগলে কমান্ড করতে ভূলবেন না। । ।
ধন্যবাদ । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।