আমাদের কথা খুঁজে নিন

   

মহান ঈদে আজম-১২ ই রবিউল আউয়াল

NOTHING IS IMPOSIBLE
খোদাতাআলার সর্বশ্রেষ্ঠ রহমত ও নেয়ামতের সর্বোচ্চ শোকরিয়া ঈদে আজম জীবনের মূলকে স্মরণ বরণের মহাউৎসব ঈদে আজম দোজাহানের সব পাওয়ার বড় পাওয়ার চির আনন্দ ঈদে আজম আইয়ামে জাহেলিয়াতের অনল থেকে মুক্তির সুশীতল সমীরণ ঈদে আজম দিকভ্রান্ত — জগৎবাসীর আত্মপরিচয়ের উৎস ও জীবনের ঠিকানার সন্ধান ঈদে আজম মিথ্যা-অবিচারের বিরুদ্ধে সত্য ও মানবতার বিজয়ের মিনার ঈদে আজম ঈমান, দ্বীন, কোরাআন ও কদরের মূল লাভের মহাউপলক্ষ্য ঈদে আজম ইব্রাহিম আলাইহিছ ছালামের প্রত্যাশা ও প্রতিক্ষার মুনাজাত ঈদে আজম ঈসা আলাইহিছ ছালামের সূসংবাদ ও ঘোষনা ঈদে আজম মৃত এ জগতের নবজীবনের প্রাণ প্রদীপ প্রগতির জীবনীশক্তি ঈদে আজম নবী-রাসুলদের মহাসম্মেলনে খোদাতাআলার মহান ওয়াদা ঈদে আজম পথহারা বিশ্ব মানবমন্ডলীর আঁধার জীবনে আলোর সূর্যোদয় ঈদে আজম পরম সৌন্দর্যের আবির্ভাবে সব অশুভ অসুন্দর মুছে যাওয়ার সূচনা ঈদে আজম জুলম-শোষণ-পরাধীনতার রূদ্ধদ্বার থেকে মুক্তির হাতিয়ার ঈদে আজম স্বাধীনতা-মানবতা-অধিকার ফিরে পাওয়ার ও রক্ষার পাথেয় ঈদে আজম বাতেলের দুঃশাসন ভেঙ্গে সত্যের আলোকে শান্তিময় সমাজ, রাষ্ট্র ও বিশ্ব গড়ার অঙ্গীকার ঈদে আজম সৃষ্টির যত রূপ-শোভা, হাসি-গান, দয়া-ভালবাসা সব কল্যাণের রহস্য ঈদে আজম মানুষ-জ্বীন-ফেরেশতা-হুর সব সৃষ্টির ছালাতু ছালামের অবিরত সুর ঈদে আজম এসো প্রিয়নবীর পথে ---- সত্যের বিপ-বী অভিযাত্রায় ভ্রান্ত দল মত ছেড়ে মুক্তির দিশা ছুন্নি আন্দোলনের মহাকাফেলায় সব বাতেলের কবল থেকে দ্বীন মিল্লাত রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞায় অবরুদ্ধ মানবতার মহাসাধনায়
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.