আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংকারদের স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়নের আন্দোলন



গতকাল সন্ধ্যায় ব্যাংকারদের স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ব্যাংকের অসংখ্য তরুন কর্মকর্তা উপস্থিত ছিলেন । সভায় স্বতন্ত্র পে-স্কেল বাস্তবায়নের জন্য বিভিন্ন ব্যাংকের ২০ (বিশ) জন সদস্য নিয়ে একটি আহবায়ক কমিটি গঠিত হয়। উক্ত কমিটি পরবর্তী আন্দোলন কী হবে তা ঠিক করবেন। উল্লেখ্য যে, ব্যাংকের স্বতন্ত্র পে-স্কেল সচিব কমিটির অনুমোদনের পর ৪ নভেম্বর অর্থ মন্ত্রী তা অনুমোদন করেন।

যা পরবর্তীতে প্রধান মন্ত্রীর কার্যালয়ে প্রেরন করা হয়। মাননীয় প্রধান মন্ত্রী ১৪ নভেম্বর তা অনুমোদন করলেও বিভিন্ন আইনী জটিলতার কথা বলে এখনও তা প্রজ্ঞাপন আকারে জারী করা হয় নাই। উল্লেখ্য যে, রাষ্ট্রায়ত্ব ৪ (চার) ব্যাংক ২০০৭ সালে লিমিটেড হওয়ার পর স্বতন্ত্র পে-স্কেল সুবিধা দেয়ার কথা বলা হলেও আজ ও তা বাস্তবায়ন করা হয নাই। বিষয়টি তরুন ব্যাক কর্মকর্তাদের ভিতর তীব্র হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে । যা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমের বিঘ্ন ঘটাতে পারে বলে আশংকা করা হচ্ছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।