দেশে কার্যরত ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংর্কার্স বাংলাদেশ (এবিবি) এর চেয়ারম্যান নূরুল আমিন রোববার এক ইফতার অনুষ্ঠানে এই আশাবাদ প্রকাশ করেন।
সাংবাদিকদের সঙ্গে ওই ইফতার অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে ব্যাংক খাতে পর্যাপ্ত তারল্য রয়েছে। কলমানি রেট (আন্তঃব্যাংক লেনদেনের সুদ হার) স্থিতিশীল থাকাটা তার প্রমাণ।
“অনেকে আসন্ন নির্বাচনকে ঘিরে ব্যাংক বিনিয়োগের শঙ্কার কথা বলছেন। আমরা বলছি, শঙ্কার কিছু নেই। ব্যাংক বিনিয়োগের অপেক্ষায় রয়েছে। ভালো উদ্যোগ পেলে বিনিয়োগ করবে।”
এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমীন সেই সঙ্গে বলেন, কোনো ধরনের অস্থিতিশীলতা তারা চান না।
ইফতার অনুষ্ঠানে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।