ইকোনোমিস্ট
আমাদের মিলিটারী যদি বাধ্য হয়ে ক্ষমতা নেয়, তা আমাদের জন্য ক্ষতিকর হবে: আমাদের বাহিনী 'শান্তি মিশনে' থাকতে পারবে না; তাই আমাদের প্রেসিডেন্টের উচিত এখুনি জরুরী অবস্হা ঘোষনা করে, এ সময়ের জন্য একটা সরকার গঠন করে দেশকে এনার্খি থেকে বের করে আনা।
নতুন সরকারে যারা থাকবেন, তাদের অতীত ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে: সন্ত্রাসী বিএনপি ও জাতির বিরুদ্ধে গেরিলা যুদ্ধরত জামাত-শিবিরের কেহ যেন সেখানে স্হান না পায়।
খালেদা বেগম ও শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলে ভালো হবে, এদের দু'জনের অপরাধের বিচার করতে হলে জাতীকে ২০ বছর ব্যয় করতে হবে; তার থেকে ভালো হবে, তারা দেশ ছেড়ে চলে যাক।
জামাত শিবির ও বিএনপি কিছু লোক এ বছর জাতির প্রায় ২ লাখ কোটীর সম্পত্তি, প্রাণ বিনস্ট করেছে, প্রায় ১০ হাজার মানুষকে পংগু বানায়েছে; এদের ঘেরাও করে, আটকায়ে ক্ষতিপুরণ আদায় করে নেয়া দরকার।
মিলিটারীকে ক্ষমতা দেয়ার দরকার নেই, ৩ বাহিনী থেকে এডভাইজার নিযুক্ত করে, ও বিদেশী এডভাইজার এনে দেশে শান্তি প্রতিস্টা করে, স্বাভাবিক জীবন ফিরায়ে আনা দরকার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।