আজ
বাংলাদেশী হিসেব খুব
লজ্জিত। বাংলাদেশ
একটি স্বাধীন দেশ
কিন্তু ভারতের তৃতীয়
শ্রেণীর একজন
মেয়ে এসে আমাদেরকে নসীহত
করছেন। আজ কোথায়
চেতনার
খুজলিওয়ালারা? ভাবুন,
আজ
যদি পাকিস্তানি কেউ
এসে ১৮ দলের
পক্ষে একটি শব্দ
বলত,
তাহলে চেতনা ব্যাবসায়ীরা কি অবস্থা করত।
আসলে স্বাধীনতার
চেতনার নামে এই
ফেরীওয়ালারা ভারতের
বিক্রিত ক্রীতদাস
তাই আজ তারা নিরব।
আমরা বাংলাদেশী মুসলিম,
আমরা জেগে আছি।
বাংলাদেশের
প্রতি ইঞ্চি মাটি আমাদের
কাছে আমানত।
চেতনার নাম
দিয়ে ভারতের
গোলামী আমরা মেনে নেবনা।
জেগে উঠ তরুণ সমাজ।
আজ তোমার মাতৃভূমির
প্রতি ভারতীয়
শকুনের বাঁকা দৃষ্টি।
আমরা কোথায়?
সুজাতা সিংয়ের মত
অবলা নারী এসে আমাদেরকে হেদায়ত
করে যাচ্ছে !!!!
ধিক্কার আর থুত
নিরব চেতনার
বাঁশিওয়ালাদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।