হিন্দিতে একটা কথা চালু আছে, নিজের ঘরে কুত্তাও বাঘ হয়ে থাকে।
নিজের দেশের মরা উইকেটে অস্ট্রেলিয়াকে তুলোধুনো করা ইন্ডিয়া সাউথ আফ্রিকার প্রাণবন্ত উইকেটে গিয়েই কুপোকাত! তাদের বাঘা বাঘা ব্যাটসম্যানরা (যারা মরা উইকেটে রানের বন্যা ছুটায়) "স্টেইন গানে"র সামনে একেবারে ভোতা হয়ে গেল! তারা বাংলাদেশকে নিয়ে হাসিতামাশা করে। আমাদের অন্তত এই সাহস আছে যে আমরা নিজেদের দেশেও নিষ্প্রাণ উইকেট বানাই না। উপমহাদেশের সবচেয়ে প্রাণবন্ত উইকেট বোধয় একমাত্র ঢাকাতেই তৈরী হয়। যেকারনে আমাদের দল এখন এভাবে আকাশে উড়তে উড়তে হঠাৎ ধপাস করে মাটিতে আছাড় খায় না। বিসিসিআই এ থেকে শিক্ষা নিতে পারে। তাদের বর্তমানের পিচগুলো বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের তৈরী করলেও শচীন টেন্ডুলকার কিংবা রাহুল দ্রাবিদের জন্ম দিতে হলে পিচে বোলারদের জন্যও কিছু রাখতে হবে। বীরেন্দর শেবাগ কিছুদিন বিনোদন দিয়ে এখন হারিয়ে গেছেন, টেন্ডুলকার কিন্তু খেলে গিয়েছেন দীর্ঘ চব্বিশটা বছর।
ক্রিকেটের স্বার্থে অন্তত মরা উইকেট বানানো বন্ধ করা উচিৎ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।