একবার এক আফ্রিকান সিংহ গর্জে উঠেছিল,
শ্বেতী হায়েনাদের জুড়ে বসা উপনিবেশ লুটপাটে,
সভ্যতা আর ধর্মের নীল বিষ ফেরী করা,
লোভী সাদা শুয়োরগুলো খেলেছিল রক্তের হোলি,
দাসত্বের শেকল পড়িয়ে, ওরা মেতেছিল কুকুর কুকুর খেলায়,
সেইবার এক আফ্রিকান সিংহ গর্জে উঠেছিল,- সাত অগ্নিগিরিরি হুঙ্কারে,
কিলিমানজারো পর্বতের চূড়া থেকে
উত্তমাশা অন্তরীপের হিম শৈলী সব দুলে উঠেছিল,
আফ্রিকার উর্বর সবুজ মাটি কেঁপে উঠেছিল শিহরণে।
তিনি এসেছেন,
পৃথিবীর বুকে আরেক সূর্য উঠেছিল তাই,
আকাশের সূর্য ফিস ফিস স্বরে ডেকেছিল সহোদরকে,- মাদিবা, মাদিবা!
সেইবার সব আফ্রিকান সিংহ গর্জে উঠেছিল- মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভালোবেসেছি - মাদিবা, মাদিবা!
আমরা তোমাকে ভুলবো না- মাদিবা, মাদিবা!
*** আজ সকালে ঘুম থেকে উঠে খবর পেলাম মাদিবা আর নেই! আজ সকালে এক বিশেষ ঘটনা ঘটলো, আমাদের পৃথিবীর এক সূর্য ডুবে গেল, এখন থেকে আমাদের একটাই সূর্য আলো দেবে। কিন্তু মাদিবা, তোমার মঙ্গল আলোয় ভরে গেছে আমাদের অন্ধ বুক! ঘুমাও তুমি মাদিবা, আমরা জেগে আছি, ঘুমাও তুমি আফ্রিকার সিংহ, তোমার জাগিয়ে তোলা কালো আর সাদা সিংহেরা জেগে থাকবে আফ্রিকার প্রান্তরে, যেখানেই মানুষের শরীরের চামড়ার রঙ দিয়ে মানুষে মানুষে হবে ভেদ, সেখানেই তুমি আবার ঘুম ভেঙ্গে জেগে উঠবে মাদিবা, আমরা তোমাকে ভুলিনি মাদিবা!
*** ছবি কৃতজ্ঞতা- গুগল মামা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।