প্রতিযোগিতার একটিরও ফাইনালে বাংলাদেশের কোনো খেলোয়াড় উঠতে পারেননি।
পুরুষ এককের ফাইনালে মুখোমুখি হবেন মালয়শিয়ার কৃষ্ণান ও ভারতের শুভঙ্কর দেব। পুরুষ দ্বৈতের ফাইনালে উঠেছে চাইনিজ তাইপের হুং ইং ইউয়ান ও চেন হ্যাং জুটি এবং একই দেশের লিয়াং জু ও কুয়ান হাও জুটি।
মহিলা এককের ফাইনালে ভারতের শায়লি রেনের প্রতিপক্ষ চাইনিজ তাইপের পাই সিয়া। মহিলা দ্বৈতের ফাইনালে ওঠা চার জনই ভারতীয়। ভারতের দানিয়া নায়ের ও মোহিতা জুটি খেলবে স্বদেশের প্রযুক্তা ও আরতি জুটির বিপক্ষে।
মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছে ভারতের অভিষেক ও সংস্কৃতি জুটি এবং মালয়েশিয়ার নুরিজোয়ান ও সানিরু জুটি।
পাঁচটি ফাইনালই হবে শনিবার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।