আমাদের কথা খুঁজে নিন

   

শেষ ষোলতে ফেদেরার

শুক্রবার তৃতীয় রাউন্ডে দ্বিতীয় বাছাই ও রেকর্ড ১৭টি গ্র্যান্ড স্লামের মালিক ফেদেরার ৬-৩, ৬-৪, ৭-৫ গেমে ফ্রান্সের জুলিয়েন বেনেতোকে হারিয়েছেন। মহিলাদের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসকেও শেষ ষোলতে উঠতে তেমন ঘাম ঝরাতে হয়নি। সবচেয়ে বেশি বয়সে মহিলাদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার রেকর্ড গড়া সেরেনা ৬-০, ৬-২ গেমে উড়িয়ে দিয়েছেন রুমানিয়ার সোরানা কির্সতিয়াকে। চতুর্থ রাউন্ডে ফেদেরার-সেরেনার সঙ্গী পুরুষদের চতুর্থ বাছাই ডেভিড ফেরার ও ষষ্ঠ বাছাই জো-উইলফ্রেড সঙ্গা এবং মহিলাদের পঞ্চম বাছাই সারা এরানি ও চতুর্দশ বাছাই আনা ইভানোভিচ। আগের দিন বৃষ্টির জন্য কোর্টে নামতে পারেননি রাফায়েল নাদাল। শুক্রবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নেমে প্রথম সেট হেরে গেলেও শেষ পর‌্যন্ত জয় পেয়েছেন ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড ৭ বারের চ্যাম্পিয়ন। ২ ঘন্টা ৪৪ মিনিট লড়াই করে স্লোভাকিয়ার মার্টিন ক্লাইজানকে ৪-৬, ৬-৩, ৬-৩, ৬-৩ গেমে হারিয়েছেন নাদাল। বৃহস্পতিবার কানাডার ইউজেনি বুচার্ডের বিপক্ষে ৬-২, ৪-২ গেমে এগিয়ে থাকা অবস্থায় বৃষ্টি এসে থামিয়ে দিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভাকে। শুক্রবার বাকি ‍দুই গেম জিতে মহিলাদের দ্বিতীয় বাছাইও পৌঁছে গেছেন তৃতীয় রাউন্ডে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।