সৌদি আরবের কাছে প্রায় ১৬ হাজার ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল যখন মধ্যপ্রাচ্য সফর করছেন তখন এ অনুমোদন দেয়া হলো।
রিয়াদের অনুরোধে ১৪ হাজার টিউব লাঞ্চচড, অপটিক্যালি ট্রাকড ওয়্যার-গাইডেড মিসাইল(টিওডব্লি) এবং একই রকমের ১৭শ’র বেশি ক্ষেপণাস্ত্র বিক্রির একশ দশ কোটি ডলারের আলাদা দু’টি চুক্তি করা হয়েছে বলে মার্কিন কংগ্রেসকে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা(ডিএসসিএ)।
প্রস্তাবিত এ ক্ষেপণাস্ত্র বিক্রির মাধ্যমে মার্কিন পররাষ্ট্র নীতি ও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে অবদান রাখা হবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন গুরুত্বপূর্ণ মিত্রের নিরাপত্তার উন্নয়ন ঘটানো হবে বলে ডিএসসিএ জানিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।