আমাদের কথা খুঁজে নিন

   

দেশের চলমান সংকট সম্পর্কে অটোচালক এবং যাত্রীর মধ্যে কথোপকথনঃ

বিদ্রোহি রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত

দেশের চলমান সংকট সম্পর্কে অটোচালক এবং যাত্রীর মধ্যে কথোপকথনঃ অটোচালকঃ যদি এরশাদ নিজের কথার থাকে তাহলে ভালই হবে। দেখি এক তরফা ইলেকশন কিভাবে করে । অমি খুশি হইছি। যাত্রীঃ তুমিও দেশের খবর রাখ ? অটোচালকঃ রাখব না মানে । রাখতে হয় ।

রাজনীতি না করলেও জনগণের কথা দু-দলই বলে। তাইলে রাজনীতি বুঝব না । হরতাল- অবরোধ । টিভির খবর দেখিত। যাত্রীঃ ভাল ।

তোমার গাড়ীর জমা কত ? অটোচালকঃ পাচশঁ টাকা। যাত্রীঃ হরতাল অবরোধ থাকলে ? অটোচালকঃ দুপুরের পর গাড়ি চালাইতে পারি । যাত্রীঃ ঠিকই কইস । দুপুর ১-২ টার পর চলাচর করা যায়। অটোচালকঃ বিএনপি এখন যদি এরশাদকে রাষ্ট্রপতি করবে বলে চুক্তি করে তাইলে আওয়ামী লীগ বেকায়দায় পড়ে যাবে।

যাত্রীঃ এরশাদকে বিশ্বাস করা যায় না। অটোচালকঃ তবুও জাতীয় পার্টি নির্বাচন না করলেই হয় । যাত্রীঃ হুনেন ভাই এই নরম আন্দোলন করে কিছু হবে না। অটোচালকঃ ঠিকই কইছেন। এখন আওয়ামী লীগ এর ৫-১০ জন প্রার্থীকে মেরে ফেললে আর ১০-১২ জন পুলিশকে জনমের মত করে পেদানি দিলেই তারা ঠান্তা হয়ে যাবে মহাজট আম পাবলিক মরতাছে আগুণে পুড়ে ।

যাদের জন্য সমস্যা তারার কিছুই হয় না। যাত্রীঃ ১৮ কি পারবে ? অটোচালকঃ আওয়ামী লীগ ------------------ দেখেন নাই ২০০৬ সালের ২৮ অক্টাবর কি করছে ? যাত্রীঃ তুমি দেখছ ? অটোচালকঃ টিভিতে দেখছি । বাংলাভিশন আর একুশে টিভিতে। যাত্রীঃ এখন বিএনপির এত কর্মী কই। ছাত্রদল যুবদল আরও কত দল ।

তাদের কি ১০০ জন জীবনবাজি রাখার মত কর্মী নাই । অটোচালকঃ কাদের প্রশ্ন করেন ? তারা অইল সুবিধাবাদি------------। যাত্রীঃ তুমি দেখি মেলা বিপ্লবী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.