ইকোনোমিস্ট
১৯৭১ সালের ২৫ শে মার্চ, পাকি বাহিনী নিরস্ত্র ঢাকাবাসীদের হত্যা করে ঢাকা দখল করে নেয়; চট্টগ্রাম বাংগালীদের দখলে ছিল এপ্রিলের ৪ তারিখ অবধি; পাকিরা হয়তো খুলনা দখল করেছিল পরে। যদি জাতির শত্রু জামাত ও ইসলামী ছাত্র সংঘ রাজাকার বাহিনী গঠন না করতো, তা'হলে পাকিরা এই শহরগুলোতে মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধ করতো: পাকিদের গ্রাম বাংলার প্রতিটি গ্রামে নিয়ে গেছে ৫৫ হাজার রাজাকার; বাকী ক্ষয়ক্ষতির কথা আপনারা জানেন।
বাংগালী মেয়েরা যুদ্ধে জড়িত ছিল না; ২ লক্ষ বাংগালী মেয়ে নির্যাতীত হয়েছিল ইসলামী ছাত্র সংঘের সরাসরি সহায়তায়, ২০ হাজার প্রাণ হারিয়েছেন; এ অপরাধের কারণে ৫৫ হাজার রাজাকারের মৃত্যুদন্ড দিয়েছে বাংলার মাটি।
আজ বাংগালীরা সেসব মৃত্যুদন্ড প্রাপ্তদের মাঝ থেকে প্রতীকি শাস্তি দিতে যাচ্ছে মাত্র ১১ জনকে; জাতির ১১ জন শত্রুকে রক্ষা করতে, খালেদা বেগম ও শিবির মিলে জাতির বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করেছে: গত ফেব্রুয়ারী থেকে ২৫ জনের বেশী পুলিশকে হত্যা করেছে, ৩ হাজার পুলিশকে আহত করেছে; ৪০০ নিরীহ মানুষকে হত্যা করেছে শিবির, আহত করেছে ১০ হাজারকে; রেল, বাস ও অন্যান্য যানবাহন ও সম্পদ মিলায়ে ওরা দেশের ১০০ বিলিয়ন ডলারের ক্ষতি করেছে; খালেদা বেগম ও শিবিরকে এজন্য শাস্তি পেতে হবে।
আহমেদিয়াদের হতয়া করার কারণে রাজাকারদের ও শিবিরের গুরু মওদুদীর ফাঁসী হয়েছিল ১৯৫৩ সালে; হতয়া ও ফাঁসী হলো জামাত শিবিরের রাজনীতির ফল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।