আমাদের কথা খুঁজে নিন

   

তুিম

অসতী মাতার পুত্র সে যদি জারজ-পুত্র হয়, অসৎ পিতার সন্তানও তবে জারজ সুনিশ্চয়!

তুমি ||♥শাহাদত হোসেন♥|| তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে মধুর আবেশ ছড়িয়ে গেল সারা দেহ মনে। মন যে নাচে চকচকে চোখ নাচে রক্ত ধারা অনুরণন লাগে বুকে জাগে খুশির ফোয়ারা। পূর্ণ চাঁদের আলো যেমন স্নিগ্ধ শোভা দেয় তোমার রূপের আলো তেমন ছড়ায় জগতময়। মিষ্টি করে হাস যখন হাজার গোলাপ ফুটে কালো চুলে হাওয়া লেগে সাগরে ঢেউ উঠে। অনেক বেলা পার হলো যে আসবে তুমি বলে তোমার স্মৃতির পরশখানি মাতাল করে তোলে। হলো না যে তোমায় পাওয়া শুষ্ক দেহ মন আবার কবে ডাকবে তুমি আমার আপনজন। ০৭ ডিসেম্বর ২০১৩ আব্দুলপুর, লালপুর, নাটোর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।