আমাদের কথা খুঁজে নিন

   

তুিম আমার বন্ধু

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়।

তুিম আমার বন্ধু তুমি আমার বন্ধু যেনো, তুমি আমার গান, তুমি আমার সত্য প্রিয, তুমি আমার প্রাণ। তুমি আর সুন্দর আর তুমি আমার শক্তি, তুমি আমার ভালোবাসা, তুমি আমার মুক্তি। তোমার জন্য নিতে পারি বাউল-একতারা, তোমার জন্য কাঁদতে পারি হয়ে আত্মহারা। তোমার জন্য হাসতে পারি মরন-জ্বালা ভুলে।

তোমার জন্য আনতে পারি তারা-কুসুম তুলে। তুমি আমার বৃক্ষ সুজন, আমি সেথায় পাখী, তোমার ছায়ায় আমার দেহ শীতল করে রাখি। তুমি আমার সাত সাগরের উথাল পাথাল জল, তোমার বুকে ছায়া ফেলি আমি আকাশ-তল। দূরে রহো কিংবা আমায় রাখো যতোই দূরে – তোমার নামে স্তুতি-গীতি গাইবো আমি সুরে। তোমার তরে এক তুড়িতে ছাড়তে পারি সব, তোমার নামে কাঁদি-হাসি ,করি কলরব।

এক জীবনে এ পিরিতি শেষ হবেনা কভু, হাজার জীবন পাই যদিবা অশেষ রবে তবু। তোমার নামে বলী দিলাম আমার সকল চাওয়া, তোমার হাসি , তোমার প্রেম, আমার চরম পাওয়া।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।