নিম্নবিত্ত পরিবারে জন্ম নেয়া দৃষ্টহীন শিশুদের কম্পিউটার চালানো শেখানোর উদ্যোগ নিয়েছে উত্তর কোরিয়া। আর এই প্রশিক্ষণে কারিগরি সহায়তা করছে জার্মানি। বিশেষ সফ্টওয়ার আর ব্রেইল ব্যবহার করে চলছে এই কম্পিউটার প্রশিক্ষণ।
ব্রেইলের মাধ্যমে এতোদিন পড়ালেখার কাজ চালিয়ে আসছিলেন দৃষ্টিপ্রতিবন্ধীরা। এবার সেই পদ্ধতির সহায়তায় কম্পিউটারের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের কৌশল বাতলে দিতে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে দেশটিতে।
দৃষ্টিপ্রতিবন্ধিদের শেখানোর ক্ষেত্রে এক বিশেষ সফ্টওয়ার ব্যবহার করা হচ্ছে। এতে কম্পিউটারের যেকোন অ্যাকশন উচ্চস্বরে শোনা যাবে। আর বিশেষ কাগজ আর উপকরণে নির্মিত ব্রেইল ব্যবহার করে চলছে কম্পিউটারে ডাটা ইনপুটের কাজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।