রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,“নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ পার হয়ে গেছে, চলমান তফসিল অনুযায়ী তাদের (বিএনপি) আর নির্বাচনে আসার আর কোন সুযোগ নেই।
নির্বাচন নিয়ে দুই প্রধান দলের মতদ্বন্দ্বে তাদের সমঝোতায় রাজি করাতে বিভিন্ন চেষ্টা বিফল হওয়ার পর এখন চেষ্টা চালাচ্ছেন জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকো।
সমঝোতা হলে বিএনপিকে বিএনপিকে আনা হবে কি না- এই প্রশ্নের জবাবে ওই কথা বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাদের।
তবে তিনি একইসঙ্গে বলেন, তফসিল পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে তার এখতিয়ার নির্বাচন কমিশনের।
ওবায়দুল কাদের বলেন, “এ মুহূর্তে সরকারের কাছে নির্বাচনের বিকল্প কোনো পথ নেই।
ভোটারদের উপস্থিতিই পরবর্তীতে দেখার বিষয়। ”
বিএনপি নির্বাচনে না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। সেক্ষেত্রে ভোটার উপস্থিতি নিয়ে তাদের সংশয় রয়েছে।
আওয়ামী লীগ নেতাদের কথায়ও এই আশঙ্কা প্রকাশ পেয়েছে। গত ২৩ নভেম্বর সিরাজগঞ্জে দলের এক সভায় সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “কোন দল নির্বাচনে এল, কারা এল না, সেটা বড় কথা না।
“আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঠে থেকে জনগণ নির্ভয়ে যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ তৈরি করতে হবে। প্রয়োজনে ঘরে ঘরে গিয়ে মানুষকে ভোট কেন্দ্রে আসতে বলবেন। ”
নির্বাচনে আসার সুযোগ না থাকলেও বিরোধী দলের সঙ্গে কী সমঝোতা হবে- সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন,“সমঝোতা কী হবে তা দলের সিদ্ধান্ত, নতুন করে দলীয়ভাবে বা সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। ”
ফাইল ছবি জাতীয় পার্টির মন্ত্রীরা পদত্যাগ করলে নতুনভাবে মন্ত্রিসভা গঠন করা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন,তা একান্তই প্রধানমন্ত্রীর বিষয়।
ফাইল ছবি
বর্তমান পরিস্থিতিতে দেশে জরুরি অবস্থা জারি করা হবে কি না- এই প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,“জরুরি অবস্থা ঘোষণার সঙ্গে অনেক বিষয় জড়িত থাকে, জরুরি অবস্থা ঘোষণা করার পরিস্থিতি এখনো তৈরি হয়নি।
”
পায়রা সেতু নির্মাণে পরামর্শক চুক্তি সই
বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে পায়রা সেতু (লেবুখালী) নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সাক্ষর করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
প্রায় ২৬ কোটি টাকা চুক্তিমূল্যে ভারত, কোরিয়া, কুয়েত ও বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে এই চুক্তি হয়। প্রতিষ্ঠান চারটি যৌথভাবে পরামর্শকের কাজ করবে।
যোগাযোগমন্ত্রী বলেন,“আগামী ২০১৬ সালের ডিসেম্বরে এ প্রকল্পের কাজ শেষ হবে, ৪১৩ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। ”
৬৩০ মিটার দীর্ঘ এ সেতু প্রকল্পের জন্য গত বছর মার্চ মাসে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি) এর সঙ্গে ৪১০ কোটি ৫৪ লাখ টাকার ঋণচুক্তি স্বাক্ষরিত হয় বলেও জানান মন্ত্রী।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লঙ্কর এবং পরামর্শক প্রতিষ্ঠানগুলোর পক্ষে প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।
সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।