সাম্প্রতিক এক প্রতিবেদনে টাইম ম্যাগাজিন জানিয়েছে, ২০১৪ সালের যে কোনো সময়ে বাজারে আসতে পারে গেইমটি। গেইমটি নির্মাণের জন্য এইচবিও যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও গেইম নির্মাতা প্রতিষ্ঠান টেলটেইল গেইমসের সঙ্গেও চুক্তিবদ্ধ হয়েছে।
এ প্রসঙ্গে টেলটেইল গেইমসের প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, কল্পকাহিনির সাহায্য নিয়ে অসাধারণ এক গেইম বানাচ্ছেন তারা। গেইমস নির্মাতা প্রতিষ্ঠানটি এর আগে ‘ওয়াকিং ডেড’, ‘দ্য উলফ অ্যামং আস’-এর মতো জনপ্রিয় গেইম তৈরি করেছে।
শনিবারে স্পাইক টিভির আয়োজিত ভিডিও গেইমস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ‘গেইম অফ থ্রোনস’-এর ভিডিও গেইম সংস্করণের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। গেইমটির ২৫ সেকেন্ডের একটি ট্রেইলারও প্রদর্শিত হয়েছে ওই অনুষ্ঠানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।