আমাদের কথা খুঁজে নিন

   

সা‌ঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষীর মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রাষ্ট্রপক্ষের সাক্ষী মোস্তফা হাওলাদার দুর্বৃত্তদের হামলায় (৫৫) মারা গেছেন।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোস্তফা হাওলাদারের পরিবারের ‍অভিযোগ, সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। মৃত মোস্তফা হাওলাদার পিরোজপুরের জিয়ানগর উপজেলার হুগনাবুনিয়া এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে। ৭ ডিসেম্বর রাত ২টার দিকে দুই যুবক সিঁদ কেটে তাদের ঘরে ঢুকে। তারা মশারি তুলে মোস্তফা হাওলাদারের মাথায় চাপাতির কোপ দিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে পরদিন সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত আড়াইটায় তিনি মারা যান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।