আমাদের কথা খুঁজে নিন

   

অনুশোচনা

পারমাণবিক বোমা ছিল, ভালোবেসে ছিলাম। তার চোখের তীক্ষ্ণ চাহনি বিমহিত করেছিল আমায়। বুঝতে পারিনি, তারই তীব্র আঘাতে আমার স্বপ্নদুনিয়াটা খন্ড-বিখন্ড। কার্বন-ডাই-অক্সাইডের কনা তার পরতে পরতে। উষ্ণ এ স্বপ্নমন্ডল জুড়ে শূন্যতা আর হাহাকার।

সালফিউরিক এসিড ছিল সে, বুঝতে পারিনি। সর্প্ষ করেছিলাম এ স্নায়ু কোষ দিয়ে। ঝলসে গেছে সব কোষ গুলো, ঘা ধরে যাওয়া কোষে মশা-মাছিদের আস্তানা। অক্সিজেন ভেবেছিলাম তোমায়, আমার প্রতিটি গ্রন্থি জুড়েছিল তোমার বিচরণ। নিমগ্ন ছিলাম কালো জাদুতে।

বুঝতে পারিনি, তোমার হাতেই আমার মৃত্যু। ।

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।