আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট ঝি চিং পি এবং বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ দেবদুতের কাছে গেলেন নিজ নিজ চাওয়া পাওয়া নিয়ে দাবি-দাওয়া প্রকাশ করতে।
বারাক ওবামা - আমেরিকা কবে চীনের চেয়ে প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে যাবে ?
দেবদুত- ৫০ বছর পর।
ঝি চিং পি - চীন কবে আমেরিকা, রাশিয়ার চেয়ে সামরিক দিক দিয়ে এগিয়ে যাবে ?
দেবদুত- ৫০ বছর পর।
ভ্লাদিমির পুতিন - রাশিয়া কবে আমেরিকা, চীনের চেয়ে ইকোনমিক্যালিক দিক দিয়ে এগিয়ে যাবে ?
দেবদুত- ৫০ বছর পর।
আবদুল হামিদ - শেখ হাসিনা এবং খালেদা জিয়া কবে দেশের ভালোর জন্য মিলে মিশে কাজ করবে ?
এ প্রশ্ন শুনে দেবদুত কিছুক্ষন চুপ থেকে কাদতে শুরু করলেন। সবাই তো অবাক।সমস্বরে বললেন- আপনি কাদছেন কেন ? আপনার তো সব কিছুর সমাধান ও ভবিষ্যৎ বাণী আছে ?
দেবদুত জবাব দিল আমার সব জানা আছে শুধু এই একটি প্রশ্নের উত্তর ছাড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।