আমাদের কথা খুঁজে নিন

   

দেবদুত



নির্জন শুনশান রাত ছিল! তারাভরা আকাশের নীচে হাটতে ভালই লাগছিল। বৃষ্টি যে হতে পারে সেটা ভাবিনি। কিছু বুঝে উঠার আগেই ঝির ঝির করে নামা বৃষ্টি আমাকে একটু অপ্রস্তুত করে দিল! কোথাও আশ্রয় নেয়া দরকার, কিন্তু ইচ্ছে করছিল না! তাই হেটে চললাম আগের মতোই। হালকা বৃষ্টি থাকায় দৃষ্টির ভেতর সবকিছু পরিষ্কারই দেখা যাচ্ছিল। হঠাৎ, নিজেকে মনে হল, যেন একটা আলোর শিখায় রূপান্তরিত হয়ে গেছি!! নিঃসীমতায় ভর করে যেন উড়তে পারছি!! সময়ের কাটাকে পেছনে ফেলে এগিয়ে চলছি!! আলো আঁধারি আর মহাকাশের সৌন্দর্য্য সব কিছু উম্মোচিত হয়ে উঠেছে আমার চোখের সামনে!! আমিও যেন তাদের অংশে পরিনত হয়ে গেছি।

ত্রিমাত্রিকতা থেকে অসীম মাত্রায়! মনে হচ্ছিল সবকিছুই যেন এক হয়ে বিলীন হয়ে যাচ্ছে!! কিম্বা আসলেই সবকিছুই এক!! হ্য়তো আমরাই আলাদা করে দেখি। এর কোন উত্তর আমি পাচ্ছিলাম না, শুধুই ভাসছিলাম নিঃসীমতায়। একসময় বৃষ্টি থামল। আমি নিজেকে খুঁজে পেলাম আবার সেই তারাভরা আকাশের নীচে!! কিন্তু এই রাত আর ষেই রাত নেই যখন আমি হাটতে বের হয়েছিলাম!! কোন এক কারণে সময় এগিয়ে গেছে!! সভ্যতার কি যেন এক পরিবর্তন হয়েছে, এমনকি অকাশের তারারাও আগের অবস্থানে নেই!! যখন ঘরে ফিরলাম, দেখতে পেলাম সবকিছুই পরিবর্তিত হয়ে গেছে!! কেউ আমাকে চিনতে পারছে না!! আমি কাউকে আমার পরিচয় বুঝাতে পারলাম না!! আমি তাদের কে আমার সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আমাকে তারা জানাল, আমি যার খোঁজ করছি, সেই লোকটি অনেক বছর ধরেই নিখোঁজ! একদিন এমনি এক রাতে সে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল , আর ফিরে আসেনি! অনেক খুঁজেও তার কোন খবর মেলেনি! ভেবেছিলাম আমার ভাই হয়তো আমাকে ঠিকই চিনতে পারবে! কিন্তু সেও পারল না! আমি এত দীর্ঘ সময় ধরে নিখোঁজ ছিলাম যে আমার চেহারাও কেউ মনে করতে পারছিল না! যদিও তারা অনেক বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু আমার বয়স তো একটুও বাড়েনি!!! তখন আমার মনে পড়লো শীনা-র কথা! ও এখন কোথায় আছে, কিভাবে আছে। ?!! আমি ওর বাসার দিকে গেলাম।

সামনের বাগানে একটা মেয়ে বসে সোয়েটার বুনছিল। বুকের ভেতরটা ধ্বক করে উঠলো, হৃদস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হল!! এই তো আমার শীনা!!! কিন্তু আমাকে চিনতে পেরেছে বলে মনে হল না! আমি তাকে জিজ্ঞাসা করলাম শীনা কোথায়?! মেয়েটি জবাব দিল, তার মা খুব অসুস্থ, তাই তারা সবাই নানুবাড়ি এসেছে! "আমি কি উনাকে দেখতে পারি একবার?" "অবশ্যই, ভেতরে চলে যান। " শীনা ওখানেই ছিল!! বিছানায় শুয়ে! মুখটা রক্তশূন্য, ব্য়সের ছাপ সবখানে! কিম্তু আমার শীনা, আমার কাছে ঠিক আগের সেই চপলা কিশোরীর মতই লাগলো। "অ্যালান!!! ........। তুমি কি অ্যালান???!" "ডার্লিং, কি হয়েছে তোমার?" "কিন্তু , !! এটা তো অসম্ভব!! তুমি অ্যালান হতেই পারোনা! কে তুমি?! তুমি কি অ্যালানের ছেলে?!" "না, শীনা, আমিই অ্যালান।

কিন্তু অদ্ভুত কিছু একটা ঘটেছে এবং আমার বয়স একদিন বাড়েনি!! আমার কথা বাদ দাও, তোমার কথা বল!!" "তুমি আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলে? তুমি বলেছিলে আমাকে ফেলে কখনো যাবে না!! তুমি তোমার দেয়া কথা রাখোনি। কেন?!! তুমি তো সবসময় তোমার প্রমিস রাখতে!! কেন তবে আমার সাথে প্রতারনা করেছিলে?!!" "ডারলিং, আমি আমার প্রতিশ্রুতি ভঙ্গ করিনি! কিন্তু কিভাবে যে কি হল!" "যখন দীর্ঘ দিন ধরে তোমার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না, তখনও আমি আশা ছাড়িনি! আমি জানতাম তুমি ফিরে আসবেই। এখন তুমি আসলে ঠিকই, কিন্তু বড্ড দেরী করে ফেলেছো আমার সময় ফুরিয়ে গেছে!" "আমিই জীবন, আমিই মৃর্ত্যু!! তুমি মরতে পারো না। আমার স্মৃতিতে তুমি আমরণ থাকবে" "কে তুমি?!! তুমি আমার অ্যালান না!!" আমি বিছানা থেকে উঠে দাড়ালাম। সরাসরি তাকালাম ওর চোখের দিকে! "আমি মানুষ হিসাবে জন্ম নিয়েছিলাম, এটা দেখতে যে, মানুষের জীবনের আসলেই কোন মূল্য আছে কিনা! আমি মূল্যবান কিছু খুঁজে পাইনি।

তাই আমাকে নিয়ে যাওয়া হল অন্য জগতে!! যেখানে অগণিত জীবন দেখলাম! আমি দেখলাম, শিখলাম। আমি জানলাম মানব জীবন আসলেই অমূল্য, কিন্তু যে পুরাপুরি মানুষ নয় তার জন্য এর কোন মূল্য নেই! তারপর আমি ফিরে আসলাম! তোমার সাথে আমার দেখা হল!! আমি বুঝতে পারলাম মানুষ নয় এমন কারো জন্য এই জীবন কোন মাইনে রাখেনা!! তারা কখনো জীবনের কোন অর্থ খুঁজে পাবেনা! কিন্তু এই ক্ষুদ্র, ভঙ্গুর দেহের অধিকারি যাকে মানব নাম দেয়া হয়েছে তার কাছে জীবনের অর্থ অপরিসীম!! অমূল্য! আমার কাজ এখানে শেষ!! আমি এখন ফিরে যাবো আর আমার রিপোর্ট দেব তাকে যিনি এই সবকিছু সৃষ্টি করেছেন! আমি তার কাছে আমার পুরস্কার চাইবো। কারণ আমি আমার উপর অর্পিত দায়িত্ত্ব শেষ করেছি। " কোন একটা কারণে শীনা সবকিছু বুঝতে পারলো!! আমি কারণ টা জানতে চাইনি। জানিনা কেন, হ্য়তো সে অসুস্থ বলে!! "তুমি পুরস্কার হিসাবে কি চাইবে?" "আমি তোমাকে চেয়ে নিব! আমি তোমার সাথে স্বর্গে অনন্তকাল কাটাতে চাই।

" আমি ওর ঘর থেকে বের হয়ে আসলাম। সেই তারা ভরা আকাশের নীচে আবারও। আমি হাটতে শুরু করলাম!! আবার বৃষ্টি শুরু হলো!! আমি জেনে গেছি, আমার পুরস্কার আমি - পেতে যাচ্ছি!!! NIGHT On a lonely night I was waking beneath the starry sky .I did not guess that rain would come. So when rain came, I felt puzzled .I should take shelter, but I did not feel like it, so I kept walking .The dizzy rain could not block the view, so I could see everything clearly .Suddenly I thought I had been transformed into a light pulse, as I could fly , and time did not matter .I saw light and darkness, I saw beauty and sky .I could not distinguish between them ,as if all had turned into same thing , same dimension. Were they really different? Or my mind created the illusion? I did not find the answer, all I could do was to fly. Then the rain stopped, and I found myself beneath the starry sky. But it was not the night I had started walking; somehow time had flowed, civilization had changed, and also the starry sky . When I returned home, I found everyone had changed. They could not remember me. I did not give them my identity, I only asked them about myself, and they told me the man I was seeking had been lost for decades, one starry night, he went out of house and never returned ,they could not trace him out. I hoped my brother would recognize me, but he did not, I had been lost for so long a time, they had even forgotten my face,and ofcourse they had aged ,but I hadn't. Then I could recall Sheena, what had become of her? I went to her house, in the front yard a girl was knitting, my heartbeat increased, it was my Sheena ! But she seemed not to recognize me. When I asked her about Sheena, she replied that her mother was ill, and that's why they were they were in Grandma's house . Could I see her? Of course, why not? Sheena was there, lying in a bed, her face was pale .She had aged, but to me she was the same sweet Sheena. "Alan? Is that you?" "Darling, what happened to you?" "But it's impossible, you could not be Alan .Who are you? His son?" "No, love, it's me, Alan, but something strange happened and I did not age, but I do not want to talk about me , I want to talk about you ." "You left me. Why? You told me you would never leave me .You broke your promise, why ? You always kept your promise. Why did you deceive me?" "Darling, I did not broke my promise, it's just happened." "When you could not be found for a long time, even then I did not lose hope, I knew you would come back , then now you are here ,but now I am dying." "I am life and death. You shall not die .I shall carry you in my memory till I die, you would live till then ." "Who are you? You are not my Alan." I got up from her bed, looked straight at her eye; "I had been born as a human to see whether human life has any value . I did not find any thing valuable, then I had been taken away from this life to see the innumerable lives out there, and I saw and learned, I learned that to human life is worth living but to someone who is not fully human, this life is meaningless,but then I returned, and I meet you ,and learned my final lesson, those who are not human shall never find any meaning of life, but this faulty creation called human , would always find out meaning, my work here is over , I shall go back and report my finding to Him Who created all this, and demand my reward ,as I have finally done my job." Somehow she understood all this, I did not know why, maybe, as she was ill. "What will you want as prize?" "I will want you, I will want to live with you forever in the Heaven." I got out of her house in the starry night, I started walking; again there was rain, I knew I was going to get my reward. (মুল রচনা: এনামুল আজিম রানা ১৯৭৬-২০০৩)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।