আমাদের কথা খুঁজে নিন

   

বিচারপতি সিনহার গ্রামের বাড়িতে আগুন

কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন দেবনাথ জানান, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের রানিরবাজার গ্রামে এ ঘটনা ঘটে। তিনি জানান, ভোরে দুর্বৃত্তরা এসে পেট্রোল ঢেলে বসত ঘরের বারান্দায় আগুন দেয়। এতে একটি ঘরের কাঠের জানালা ও চেয়ার পুড়ে যায়। ওই ঘরে রাতে ঘুমিয়ে ছিলেন বিচারকের এক আত্মীয়া। বিচারপতি সিনহার ভাইয়ের স্ত্রী স্ত্রীর লক্ষ্মীরানী সিনহা সাংবাদিকবদের বলেন, জামায়াত-শিবির কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি টের পেয়ে তারা জেগে উঠলে একটি রামদা ফেলে রেখে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.