শুক্রবার তিন সতীর্থ কার্লোস পুয়োল, জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কেন চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছি সেই ব্যাখ্যা ক্লাবের সদস্য ও সমর্থকদের কাছে দিতে আমি বাধ্য।”
“বার্সা আমাকে অনেক কিছু দিয়েছে। সেজন্য এই ক্লাবের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু এখানে গোলরক্ষক হিসাবে নিজের সর্বস্ব উজাড় করে দিতে হয়।”
ভালদেস আরো বলেন, “আমার সিদ্ধান্তটা অপরিবর্তনীয়। আমি চাই না লোকে আমার নতুন চুক্তির আর্থিক বিষয় বা এই দলটাকে আমি কতটা ভালোবাসি তা নিয়ে তর্কাতর্কি করুক।”
“আমার (চুক্তি শেষ হওয়ার) এখনো এক বছর বাকি আছে। তবে দুই পক্ষের জন্যই একটা সেরা সমাধান খুঁজে বের করতে আমি ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে প্রস্তুত।”
২০০২ সালে বার্সেলোনায় যোগ দেয়া ভালদেসের চুক্তির মেয়াদ ২০১৪ সাল পর্যন্ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।