মডেল টেস্ট-১
১. অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে আমরা পেয়েছি বর্তমান সভ্যতা। বিজ্ঞানী ও প্রযুক্তিবিদগণের নতুন নতুন আবিষ্কার মানব কল্যাণে ব্যবহারের ফলে বদলে যাচ্ছে পৃথিবী, উন্মুক্ত হচ্ছে অভাবনীয় সৃষ্টি রহস্য।
ক. বিজ্ঞানী কে? ১
খ.একজন বিজ্ঞানী এবং একজন প্রযুক্তিবিদের মধ্যে দুটি পার্থক্য লিখ। ২
গ. একজন চিকিৎসক কীভাবে বিজ্ঞানের আবিষ্কারকে মানুষের কল্যাণে ব্যবহার করেন তা বর্ণনা কর।
৩
ঘ. 'সভ্যতা বিকাশে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার আমাদের জন্য অপরিহার্য' বিশ্লেষণ কর। ৪
২. জনসংখ্যা যে কোনো দেশের একটি মূল্যবান সম্পদ। তবে মাত্রাতিরিক্ত জনসংখ্যা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়ায়, যা বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লক্ষণীয়। অতিরিক্ত জনসংখ্যা পরিবেশের ব্যাপকভাবে ক্ষতি করছে। এ সমস্যা সমাধানে এখনই কার্যকর ভূমিকা নেওয়া উচিত।
ক. বর্তমান বিশ্বে প্রধান সমস্যা কি? ১
খ. জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের ওপর কি কি ক্ষতির প্রভাব পড়ছে? ২
গ. প্রাকৃতিক উপাদানগুলোর ওপর জনসংখ্যা বৃদ্ধি কেমন হবে ব্যাখ্যা কর। ৩
ঘ. জনসংখ্যা বৃদ্ধির সমস্যা সমাধানে তোমার ভূমিকা বিশ্লেষণ কর। ৪
৩. মনির লন্ড্রিতে কাপড় চোপড় ধোয়ার কাজে পরিশ্রম করলেও তার খাদ্য তালিকায় নিয়মিতভাবে দুধ এবং ঘি থাকে। পক্ষান্তরে তার ছোট ভাই সোহেল অলস প্রাকৃতির সে কোনো কাজ করে না। সোহেল হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লে ডাক্তার তাকে দুধ, ঘি, মাখন কম খেতে বললেন।
কিন্তু একেবারে বন্ধ করতে নিষেধ করলেন।
ক. খাদ্য কাকে বলে? ১
খ. আসল কি স্কার্ভি রোগের প্রতিরোধক- ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে উল্লিখিত খাবারগুলো মনিরকে কীভাবে কাজ করতে সাহায্য করে- ব্যাখ্যা কর। ৩
ঘ. সোহেলের দেওয়া ডাক্তারের পরামর্শ মূল্যায়ন কর। ৪
মডেল টেস্ট-২
১. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
উদ্ভিদের জন্য ফসফরাস ও গন্ধক অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। গন্ধক ও ফসফরাসের অভাবে ফসল কমে যায়। রাবারের ভালকানাইজেশনে গন্ধক ব্যবহৃত হয়? দিয়াশলাই শিল্পে ব্যবহৃত হয় ফসফরাস।
ক. ভলকানাইজেশন কী? ১
খ. রাবারের ভলকানাইজেশনের কারণ ব্যাখ্যা কর। ২
গ. গন্ধক ও ফসফরাস উভয়ই বহুরূপী মৌল- ব্যাখ্যা কর।
৩
ঘ. গন্ধক ও ফসফরাসের গুরুত্ব ব্যবহার কার্য- বিশ্লেষণ কর। ৪
২. আমির একজন দিনমজুর। সে দিন আনে দিন খায়। সে অনেক কষ্টে বাঁশ, খড় ইত্যাদি জোগাড় করে তার বাড়ি বানাল। এক বছর যেতে না যেতেই সে দেখল তার ঘরের বাঁশে ঘুণ ধরে নষ্ট হয়ে যাচ্ছে।
এখন তার মাথায় হাত কারণ প্রতি বছর বাড়ি বানানোর সামর্থ্য তার নেই।
ক. নির্মাণসামগ্রী কাকে বলে? ১
খ. ভালো নির্মাণসামগ্রীর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। ২
গ. আমিরের বাড়ির বাঁশ নষ্ট হওয়ায় এবং কীভাবে তা সংরক্ষণ করা যেত? ব্যাখ্যা কর। ৪
ঘ. নির্মাণসামগ্রী হিসেবে বাঁশের গুরুত্ব মূল্যায়ন কর। ৪
৩. প্রকৃতিতে পদার্থের যা কিছু আছে তা অনবরত পরিবর্তন হচ্ছে এবং এর মূলে রয়েছে শক্তি।
শক্তির রূপান্তর আছে কিন্তু সৃষ্টি বা ধ্বংস নেই। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা শক্তি ব্যবহার করছি, ফলে প্রতিনিয়ত শক্তির চাহিদা বাড়ছে। অপরদিকে বিভিন্নভাবে শক্তির অপচয়ও হচ্ছে। তাই শক্তির সংরক্ষণ বা অপচয় রোধ এবং এর যথাযথ ব্যবহার একান্ত প্রয়োজন।
ক. শক্তির নিত্যতা বিধি কী? ১
খ. শক্তি কীভাবে রূপান্তরিত হয় ব্যাখ্যা কর।
২
গ. 'ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য অধিক শক্তির প্রয়োজন ব্যাখ্যা কর। ৩
ঘ. অস্তিত্বের স্বার্থে শক্তির সংরক্ষণ বা অপচয় রোধ এবং যথাযথ ব্যবহার একান্ত প্রয়োজন- উক্তিটি বিশ্লেষণ কর। ৪
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।