বুধবার গভীররাতে সদর উপজেলার চামাগ্রামে এ ঘটনা ঘটে।
বিচারপতির ছোট ভাই গোলাম কবীর জানান, রাত ১টার দিকে বাড়ীর পিছন দিকের একটি কক্ষের জানালায় একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর পরপর চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।
বোমায় ওই কক্ষের একটি জানালার কাঁচ ভেঙে যায় বলে জানান তিনি।
বিচারপতি বাড়িতে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা ওই কক্ষে থাকতেন।
সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার ওহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আগের রাতে যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় দেয়া আপিল বেঞ্চের সদস্য বিচারপতি এস কে সিনহার মৌলভীবাজারের গ্রামের বাড়িতে আগুন দেয় জামায়াত-শিবির কর্মীরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।