টিনটিন! অবাস্তবিক গোয়ান্দা জগতের একটি অবীস্মরণীয় নাম। এই নামটি আমার মনের মধ্যে গোয়ান্দা গোয়ান্দা ভাব জাগিয়ে দেয়। তারপর মনে হল এ্যান্ড্রয়েডে কত কিছুই না হয়। তাহলে গোয়ান্দাগিরী কেন নয়। তারপর ডাউনলোড করলাম Adventures of Tintin v1.1.2.কিন্ত চেপ্টার পার করতে গিয়ে ঝামেলায় পরলাম।
আর তখনি বুঝলাম গোয়ান্দাগিরী কত কঠিন। কিন্তু আমার মন বলল না তোকে এটা খেলতেও হবে। তাই মুডেড Adventures of Tintin খুজতে লাগলাম। অবশেষে পেয়েও গেলাম। তার ভাবলাম আপনাদের কখা।
টিউনারদের গোয়ান্দাগিরী মনোভাবের কথা ভেবে এই পোস্ট টি করলাম।
এই গেমের সব কিছুই সুন্দর। প্রত্যেক মোড়ে নতুন থ্রিল। তাছাডা্ও টিনটিন এর বন্ধুদেরও এখানে পাবেন। dog Snowy, Captain Haddock and Sir Francis.এই গেমে মজা পাবেন অনেক।
এখান থেকে ডাটা ফাইল ডাউনলোড করে নিন
আর এখান থেকে এপিকে ফাইল
সময় পেলে আমার ব্লগ থেকে ঘুরে আসবেন। আমার ব্লগে ইরকম আরো অনেক কিছু পাবেন। আমার ব্লগের নাম Paids4Free.Com .
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।