নোয়াখালীর সেনবাগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারপতি জাহাঙ্গির হোসেনের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইখুল আহমেদ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত একটায় কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামে আনর্ত্মজাতিক অপরাধ ট্রাইবুনাল ১ এর বিচারপতি জাহাঙ্গির হোসেনের বাড়িতে একটি পেট্রোল বোম নিক্ষেপ করে দুর্বৃত্তরা।
এ সময় বিচারপতির ভাই শাহাদাত হোসেন সস্ত্রীক বাড়িতে ছিলেন। তবে, পেট্রোলবোমাটি রান্না ঘরের উপর পড়ায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনার পর বিচারপতির বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান ওসি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।