আমাদের কথা খুঁজে নিন

   

ফাঁসির মাত্র একঘন্টা আগে বাধা এসে রাষ্ট্রপক্ষের জন্য ভালই হল



ভালই হল। ফাঁসির মাত্র একঘন্টা আগে বাধা পরে রাষ্ট্রপক্ষের জন্য ভালই হল। রায়টি সর্বচ্চ আদালত সুপ্রিম কোর্টে ধোলাই হয়ে পরিচ্ছন্ন হয়ে আসলো কারাগারে। জামাতি ও তার দোসোর রা আর বলতে পারবেনা তাদের কে জুডিশিয়াল হত্যা করা হচ্ছে। সর্বচ্চ আদালতের এই আদেশটি সারা পৃথিবীতে সকল যুদ্ধাপরাধ আদালতের দিকনির্দেশনা, রেফারেন্স হিসেবে হিসেবে সব দেশের আদালত ব্যাবহার করবে।

বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের চিফ জাষ্টিস সহ ৫ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ কাদের মোল্লার পক্ষের রিভিউ আবেদন খারিজ করে দেয় সর্বসম্মতভাবেই। যুদ্ধাপরাধ আদালতের রায় কার্যকর করতে প্রচলিত জেলকোড প্রজজ্য নয়। অর্থাৎ কতদিনের মধ্যে কার্যকর করতে হবে, বিভিন্ন ফর্মালিটিতে ২১ দিন টাইম লিমিট ইত্যাদিও প্রযোজ্য নয়। প্রেসিডেন্সিয়াল পার্ডন আবেদন গ্রহন বাধ্যতা মুলক নয়। (যদিও কাদের তা উপস্থিত দুই ম্যাজিষ্ট্রেটের কাছে না করে দিয়েছিল মঙ্গলবার রাতেই) এই রায় বাস্তবায়ন করতে রাষ্ট্রপক্ষ যা যা করল সবকিছুই বিশ্বের সকল যুদ্ধাপরাধ আদালতে দিকনির্দেশনা হয়ে থাকবে।

অর্থাৎ রেফারেন্স হিসেবে ব্যাবহার করতে পারবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।