আমাদের কথা খুঁজে নিন

   

দুনিয়ার সবচাইতে বড় আর সুন্দর মনাস্টিক লাইব্রেরী


দুনিয়াতে সবচাইতে বড় আর সুন্দর মনাস্টিক (সাধারণ সাধুদের) লাইব্রেরীটা অস্ট্রীয়াতে। লাইব্ররীটার নাম এডমন্ট এবী, এডমন্ট শহরের এনস নদীর পারে। জায়গাটা গীসজে ন্যাশনাল পার্ক আর পাহাড়ের সংযোগস্হলে অবস্হিত হওয়াতে অসম্ভব সুন্দর এটার প্রাকৃতিক সৌন্দর্য। ভবনটা ১০৭৪ খ্রীস্টাব্দে তৈরী হলেও লাব্রেরীটা বসানো হয় ১৭৭৬ সালে। ছবি দেখুন। এনস নদীর পারে লাইব্ররীর দৃশ্য। দুর্লভ দুষ্প্রাপ‌্য সব বই। অপুর্ব সুন্দর স্হাপত্যের চরম নিদর্শন। ভিতরে ঢুকলে এটার সৌন্দর্য দেখে মাথা খারাপ হয়ে যাবে! এখানে প্রায় দুলাখের উপর দুষ্প্রাপ‌্য অমূল্য বই আছে। যারা বই পড়তে ভালবাসেন তাদের কাছে জায়গাটা স্বর্গ মনে হবে! উৎস: http://en.wikipedia.org/wiki/Admont_Abbey
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।